স্বাভাবিক হওয়ার চেষ্টায় সোমা আসছে নতুন দুই গান
- বিনোদন প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৯
কাজী সোমা, শরীয়তপুরের মেয়ে। ছোটবেলা থেকেই গানের সাথে তার সখ্য। প্রকাশিত হয়েছে বেশ কিছু মৌলিক গান। গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। কিন্তু ২০২২ সালে তার একমাত্র সন্তান স্বপ্ন আত্মহত্যা করার পর সোমা যেন গানের ভুবনে ফেরার মতো স্বাভাবিক হয়ে উঠতে পারছিলেন না। নিজেকে স্বাভাবিক করে তোলার জন্যই ছিল তার আপ্রাণ চেষ্টা। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যেমন এড়িয়ে যেতেন ঠিক তেমনি স্টেজ শোতেও অংশ নিতেন না। কিন্তু একটা সময় কিছু শুভাকাক্সক্ষীর পরামর্শে গানে ফিরেন তিনি। একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন সোমা। ২০২২ সালটা যেমন তার ছেলেকে হারিয়ে ছিল বিপর্যয়ের বছর। ২০১৮ সালটাও হতে পারত তার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বছর। কারণ সে বছর ইউএস-বাংলা বিমান কক্সবাজারে নামার কথা থাকলেও প্রায় যান্ত্রিক ত্রুটির কারণে ৩০০ যাত্রী নিয়ে অবশেষে তা অবতরণ করেছিল চট্টগ্রামে। নিজে বেঁচে গেলেও তিনি হারান তার সন্তানকে। সন্তানকে হারানোর শোক কাটিয়ে উঠা অনেক কঠিন। তার পরও স্বাভাবিক হওয়ার ভীষণ চেষ্টায় সোমা। কিছু দিনের মধ্যেই তিনি নতুন দু’টি মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন। এরই মধ্যে আহমেদ রিজভীর লেখা ‘চিঠি দিলাম পত্র দিলাম দিলাম টেলিফোন, তব্ওু আমি পাইলাম না রে নিঠুর বন্ধুর মন’। গানটির সুর সঙ্গীত করেছেন নাজির মাহমুদ। এ ছাড়া একই গীতিকার আর কয়েক দিনের মধ্যে তার নতুন আরো একটি গান লেখার কাজ শেষ করবেন। তবে নতুন গানটির সুর সঙ্গীত কে করবেন তা এখনো চূড়ান্ত করেননি কাজী সোমা। এ দিকে আজ সোমার জন্মদিন। জন্মদিনকে ঘিরে তেমন কোনো উচ্ছ্বাস না থাকলেও ছোট্ট পরিসরে তার জন্মদিনটি উদযাপনের ইচ্ছে রয়েছে বলে জানান তিনি। কাজী সোমা বলেন, ‘এটি ভীষণ সত্যি, একমাত্র ছেলেকে হারিয়ে সারা জীবনের জন্য ভীষণ একা হয়ে গেলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা