২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্লেব্যাক সম্র্রাট অ্যান্ড্রু কিশোরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান

-

বাংলাদেশের প্লেব্যাক সম্র্রাট অ্যান্ড্র্রু কিশোরের জন্মদিন ছিল গত ৪ নভেম্বর। ২০২০ সালের ৬ জুলাই তিনি মারা যান। মৃত্যুর তিন বছর পরে হলেও তাকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১০ জানুয়ারি বিকেলে বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে ও শিল্পী, সঙ্গীত পরিচালক, অডিও এক্সপার্ট জুয়েল মোরশেদের সার্বিক তত্ত্বাবধানে ‘আধুনিক বাংলা গান ও অ্যান্ড্রু কিশোর’ শীর্ষক এক আলোচনায় সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকার আগারগাঁওস্থ জাতীয় গ্রন্থাগার ভবনের মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিরাইট অফিসের ‘রেজিস্ট্রার অব কফিরাইটস’ মো: দাউদ মিয়া, প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ড. সালমা মমতাজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক খন্দকার হাসনাত করিম পিন্টু। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অ্যান্ড্রু কিশোরের সহধর্মিণী লিপিকা অ্যান্ড্রু। তিনি বলেন, ‘অ্যান্ড্রুর সবচেয়ে বড় গুণ ছিলÑ সে সহজে রাগ করত না, বা কারো ওপর রাগ করলেও, মন খারাপ করলেও প্রতিক্রিয়া দেখাত না। যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করত। নিজের দায়িত্ব নিয়ে সবসময় সচেতন ছিল, হোক তার পেশাগত কিংবা পরিবারকেন্দ্রিক দায়িত্ব। সত্যি বলতে কি, মরণোত্তর সভা বা আলোচনার তেমন কোনো গুরুত্ব নেই।


আরো সংবাদ



premium cement