নিজের নামেই গান আসছে ‘ঝিলিক’র
- বিনোদন প্রতিবেদক
- ১১ জানুয়ারি ২০২৪, ০০:০৫
সাধারণত সিনেমায় নায়িকাদের নাম নিয়ে গান হয়ে থাকে। যদি বর্তমান প্রজন্মের কথা বলা হয় তাহলে বাংলাদেশে বর্তমান প্রজন্মের তিনজন নায়িকার নাম আসে যাদের নামে গান হয়েছে। তারা হলেন মাহিয়া মাহি, পরীমণি ও বুবলী। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমায় মাহিকে নিয়ে গান ছিল ‘তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া’। বুবলীকে নিয়ে গান ছিল ‘বসগিরি’ সিনেমায় ‘বুবলী বুবলী আমার সোনা বুবলীরে’। ‘রক্ত’ সিনেমায় পরীমণিকে নিয়ে বিখ্যাত গান ছিল ‘আমি ডানাকাটা পরী’। এই তিনজনের গানের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পরীমণির গানটি। পরীমণিকে নিয়ে গানটি ৯ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। বুবলীর গানটি উপভোগ করেছেন দুই কোটির বেশি দর্শক। মাহিয়া মাহির গানটি উপভোগ করেছেন এক কোটিরও বেশি দর্শক। তবে তার আগের প্রজন্মের মধ্যে প্রিয়দর্শিণী মৌসুমীকে নিয়ে খালিদ হোসেন মিলুর গাওয়া গানটিও আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। নায়িকাদের নামের গানের ধারাবাহিকতায় এবার গায়িকাদের মধ্যে যুক্ত হলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিক। ঝিলিকের নামে অর্থাৎ ‘ঝিলিক’ শিরোনামের একটি গান আজ রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মিলন মোহাম্মদ, মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন সজীব দাস। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। নিজের নামের এমন গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘শ্রদ্ধেয় জামাল ভাই এবং শাহীন ভাবীকে গানের ভুবনে আমি তাদেরকে আমার অভিভাবক বলে মনে করি। আমার মৌলিক গানের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তাদের এবং রঙ্গন মিউজিকের। আমার অসংখ্য গান রঙ্গন মিউজিক থেকে প্রকাশিত হয়েছে। আরো অনেক গান জামাল ভাইয়ের লেখা এবং সামনে প্রকাশ পাবে। সেই ধারাবাহিকতায় ভীষণ স্পেশাল এবং আমার জন্য এটা খুবই অন্যতম একটা গান হয়ে দাঁড়াবে। কারণ এই গানটি আমারই নামে লেখা এবং মেঘ না চাইতে বৃষ্টির মতো হঠাৎ করে জামাল ভাই বলল, আমার নাম নিয়ে গান লিখেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা