২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিটিভিতে তালিকাভুক্ত হয়ে উচ্ছ্বসিত তারা

-

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) কিছ ুদিন পর পর বিভিন্ন ধরনের গানে নতুন শিল্পীদেরকে তালিকাভুক্ত করে। কিংবদন্তি, অভিজ্ঞ, গুণী শিল্পীদেরকে দিয়ে সাধারণত বিটিভি অডিশনের মধ্য দিয়ে চূড়ান্তভাবে তালিকাভুক্ত করেন। সেই ধারাবাহিকতায় কিছু দিন আগেও আধুনিক গানের চূড়ান্ত অডিশন হলো। আর সেই অডিশনেরই ফলাফল প্রকাশ পেলো গেলো ৭ জানুয়ারি। তাতে এই প্রজন্মের অনেক শিল্পীই আধুনিক গানে বিটিভির তালিকাভুক্ত হয়েছেন। তালিকাভুক্ত হয়ে শিল্পীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা গর্বিতও বটে। এই প্রজন্মের যারা তালিকাভুক্ত হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মৌমিতা বড়–য়া, শারমিন কেয়া, নোলক, ম্যাক আপেল, অন্তরা দাস। মৌমিতা বলেন,‘ আমি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা কিছু কিছু মন আছে প্রতিদান চায়না-গানটি গেয়েছিলাম। খুব ভালো লাগছে আধুনিক গানে তালিকাভুক্ত হতে পেরে। ছোটবেলায় বাবাকে দেখে দেখে বিটিভিতে তালিকাভুক্ত হওয়া নিয়ে ভাবতাম।’ শারিমন কেয়া বলেন,‘ আমি আমার খুব প্রিয় একজন শিল্পী শ্রদ্ধেয় সুমনা হকের গাওয়া-মায়াবী এ রাতে-গানটি গেয়েছিলাম। বিজ্ঞ বিচারকরা আমার গান শুনে মুগ্ধ হয়েছেন এবং আধুনিক গানের জন্য আমাকে চূড়ান্তভাবে বিটিভিতে তালিকাভুক্ত করেছেন, এ জন্য আমি আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া চাই।’ নোলক বলেন, ‘আমি সর্বশেষ অ্যান্ড্রু কিশোর স্যারের গাওয়া-আমার সারাদেহ খেয়োগো মাটি-গানটি গেয়েছিলাম। আন্তরিক কৃতজ্ঞতা যারা আমাকে চূড়ান্তভাবে নির্বাচন করেছেন। বিটিভি আমার প্রাণের চ্যানেল এতে তালিকাভুক্ত হয়ে সত্যিই ভীষণ গর্বিত আমি।’ ম্যাক আপেল বলেন, ‘অডিশনের সর্বশেষ রাউন্ডে আমি লাকি আখন্দ স্যারের-আগে যদি জানিতাম-গানটি গেয়েছিলাম। অনেক আগে মরক্কোতে একটি শো’তে যাবার কথা ছিল, ভিসা যে দিন নিতে যাই তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমি বিটিভির তালিকাভুক্ত শিল্পী কী না। এখন বলতে পারব, ইয়েস, আমি বিটিভির তালিকাভুক্ত শিল্পী। ভীষণ গর্বিত আমি।’

 


আরো সংবাদ



premium cement