২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিঠির নিমন্ত্রণে আলোকিত সন্ধ্যায় তারা

দিঠির নিমন্ত্রণে আলোকিত সন্ধ্যায় তারা -

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক (প্রয়াত) গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়োরের নিমন্ত্রণে গত ৫ জানুয়ারি রাজধানীর গুলশানের বাসভবনে উপস্থিত হয়েছিলেন তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই। দিঠির নিমন্ত্রণে উইন্টার গার্ডেন পার্টিতে উপস্থিত হয়েছিলেন দিঠির মা মিসেস জোহরা গাজী, দিঠির শ^শুর-শাশুড়ি, কিংবদন্তি সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, নায়িকা রোজিনা, অঞ্জনা, নায়ক বাপ্পারাজ, সম্রাট, নায়িকা নূসরাত ফারিয়া, দিঠির ভাই উপল, শিল্পী আলম আরা মিনু, রবি চৌধুরী, পলাশ, মনির খান, দিনাত জাহান মুন্নী, শফিক তুহিন, দিলশাদ নাহার কনা, অপু আমান, সাব্বির, স্বপ্নীল সজীব, লুইপা, ঝিলিক, পুলক, বাঁধন সরকার পূজা, বনি, গীতিকার কবির বকুল, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, উপস্থাপক নির্মাতা দেবাশীষ বিশ^াস, সুরকার সঙ্গীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমনসহ আরো অনেকে। গাজী পরিবারের যেকোনো নিমন্ত্রণে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে আগ্রহ নিয়ে উপস্থিত হন জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী খুরশীদ আলম। খুরশীদ আলম বলেন, ‘গাজী ভাই নেই। কিন্তু তার পরিবার তো আছে।


আরো সংবাদ



premium cement