বিদেশী সিরিজের বাংলা ডাবিংয়ে এবার শশী
- বিনোদন প্রতিবেদক
- ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০৫
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে বিদেশী জনপ্রিয় সিরিজ বাংলায় ডাবিং করে চ্যানেলে প্রচার হচ্ছে। কোনো কোনো সিরিজ দর্শকপ্রিয়তা পায় আবার কোনো কোনো সিরিজ দেখার প্রতি দর্শকের আগ্রহই থাকে না। এ ক্ষেত্রে গল্প যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক সে ক্ষেত্রে বাংলায় ডাবিং করাটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশের অনেক পেশাদার শিল্পী এখন বাংলা ডাবিং করাটিকেও নিয়মিত পেশা হিসেবে নিয়েছেন। আবার কেউ কেউ অবসর সময়ের কাজ হিসেবেও বিদেশী সিরিজের বাংলায় ডাবিং করাটিকে বেশ উপভোগ্য হিসেবেও নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারই প্রথম বিদেশী সিরিজের বাংলা ডাবিংয়ের সাথে যুক্ত হলেন নন্দিত নাট্যাভিনেত্রী শারমীন জোহা শশী। তিনি জানান, সাউথ কোরিয়ান জনপ্রিয় সিরিজের ‘রিপ্লাই-১৯৮৮’ বাংলায় ডাবিং করা হয়েছে ‘এসআরকে’ স্টুডিওর আওতাধীন। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কিংবা শেষের দিকে ‘বায়োস্কোপ’ সিরিজটির বাংলা ভার্সন প্রচারে আসবে। এই সিরিজটি লিখেছিলেন লি ও-জাং এবং নির্মাণ করেছিলেন সিন ও-জাং। এই সিরিজের প্রধান চরিত্র হচ্ছে ‘দক সন’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা