২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রচারণায় ব্যস্ত শাহনূর

-

প্রায় তিন মাস দেশের বাইরে (আমেরিকা) সময় কাটিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় দেশে ফিরেছেন। যেখানে অন্য অনেক তারকা আগামী জাতীয় সংসদ নির্বাচনের (৭ জানুয়ারি) আগে দেশ ছাড়ছেন। তারা আবার নির্বাচনের পরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। সেখানে শাহনূরও চাইলেই নির্বাচনের পরে দেশে ফিরতে পারতেন। কিন্তু শাহনূর নির্বাচনের আগেই দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি গতকাল অনেকটা সময় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের পদপ্রার্থী ফেরদৌস আহমেদের প্রচারণায় ব্যস্ত ছিলেন। চিত্রনায়ক ফেরদৌস, শাহনূরের অনেক সিনেমার সহশিল্পী। তার বন্ধু মানুষও বটে। তা ছাড়া শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবেও শাহনূর ফেরদৌসের পক্ষে প্রচারণায় নেমেছেন। এ ছাড়া শাহনূর জানান, তিনি আজ মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের প্রচারণাতেও সময় দেবেন। দু’জনের সাথেই গতকাল কথা হয়েছে শাহনূরের। শাহনূর বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে নিজের রাষ্ট্রের প্রতি নিজের দায়িত্বের কথা বিবেচনা করেই আমি নির্বাচনের আগেই দেশে ফিরেছি। দেশে ফিরেই আমি ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আগ্রহ নিয়েই অংশগ্রহণ করেছি। ফেরদৌস আমার দীর্ঘদিনের সহশিল্পী, বন্ধু আমার। আবার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবেও আমার নিজের অবস্থান থেকে আমি তার প্রচারণায় অংশ নিয়েছি। আমি চাই ফেরদৌস সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হোক। যেহেতু দেশের প্রধানমন্ত্রী তাকে ঢাকা-১০ আসনের জন্য চূড়ান্ত করেছেন, তাই ঢাকা-১০ আসনের ভোটারদের, জনগণেরও উচিত তাকে ভোট দিয়ে নির্বাচিত করা। আর আমাদের দেশের দুই গর্ব মাশরাফি ও সাকিবের জন্যও অনেক দোয়া রইল, তাদেরকেও যেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।’ এ দিকে দেশে ফিরেই নির্বাচনের আগে নতুন কোনো কাজ করছেন না শাহনূর। তিনি জানান, নির্বাচন শেষ হওয়ার পর নতুন কাজে অংশগ্রহণ করবেন।


আরো সংবাদ



premium cement