২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমি বরাবরই ভালো কাজের সন্ধানী : পূজা চেরি

-

ঢালিউডের সম্ভাবনাময় নায়িকাদের একজন পূজা চেরি। অভিনয় জীবনের শুরুতে মুক্তি পাওয়া পরপর তিন সিনেমা পোড়ামন-২, দহন ও নূরজাহান দিয়ে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়। বর্তমান অবস্থা এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন নয়া দিগন্তের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন সাকিবুল হাসান

শুরুতেই নতুন বছরের পরিকল্পনা জানতে চাই। কি ভাবছেন নতুন বছর নিয়ে?
সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকব। পাশাপাশি যুক্ত হবো নতুন কিছু ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটি ভালোয় ভালোয় হয়ে যাক। এর পরই নতুন কিছু কাজের খবর পাবেন।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু কিন্তু সে তুলনায় আপনার কাজ কম কেন?
সংখ্যায় নয়, আমি মানে বিশ্বাসী। যারা ভালো কাজ করেন, তাদের এভাবেই চলতে দেখেছি। সংখ্যায় নয়, মানেই তারা জোর দিয়েছেন। কাজের সংখ্যা বাড়াতে চাইলে তো অনেক কাজই করা যায়। তবে ভালো কাজ হলে তবেই সংখ্যাটি বাড়াব। তা ছাড়া নিজের নাম আর ভাবমর্যাদা নষ্ট করে কাজ করতে চাই না। আমি বরাবরই ভালো কাজের সন্ধানী। ভালো কাজের কথাবার্তাও চলছে।

ভালো কাজের পরিমাপক আপনার কাছে কী?
এখনকার দর্শক আসলে অনেক স্মার্ট। তারা বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা এবং ওটিটি কনটেন্ট দেখে অভ্যস্ত। আমার কাছে ভালো কাজ বলতে ভালো পরিচালক, ভালো সহশিল্পী আর ভালো গল্প।

আগে একবার বলেছিলেন সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ?
আমি আসলে ওভাবে বলিনি বিষয়টি। পরিচালক, ভালো সহশিল্পী আর ভালো গল্প মিলিয়ে একটি ভালো ছবি। আর প্রতিষ্ঠিত প্রভাবশালী সহশিল্পী নিঃসন্দেহে ছবিতে বাড়তি মাত্রা যোগ করে। সেই ছবির সম্ভাবনাও অনেকটা এগিয়ে থাকে। একই সাথে নতুনদেরও সুযোগ দেয়া উচিত। এখন যারা ভালো করছেন, তারা সবাই খুব ভালো করছেন। আমার মনে হয়, নতুনদের আরো বেশি আসা উচিত। তা না হলে জুটিও তৈরি হয় না। একই সহশিল্পীর সাথে কাজ করতে করতে দেখা যায়, দর্শকরা বলতে থাকেন, একঘেয়েমি চলে আসছে। এটিও কখনো তৈরি করতে চাই না।

নতুনদের মধ্যে আপনার কাছে কাদের কাজ ভালো লাগে বেশি?
কমবেশি সবার কাজই ভালো। আমি আজ পর্যন্ত যাদের কাজ দেখেছি, সবাই আমাকে মুগ্ধ করেছেন। এর মধ্যে সিয়ামের কথা বলব, আমার প্রথম দিককার ছবির নায়ক। যদি শাকিব খানের কথা বলি, তা-ও বলতে পারি।

শাকিব খান তো আর নতুন নন
নতুন না হলেও তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। রীতিমতো একের পর এক চমক দিচ্ছেন। এমন একটি হাইপ তিনি তৈরি করেছেন, এই ধাক্কায় আরো ১০-২০ বছর এভাবেই থাকবেন মনে হয়। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সিয়ামও ভালো করছে। এর বাইরে আদর আজাদ, শরিফুল রাজ খুব ভালো কাজ করছেন। এখনকার অন্য নায়করাও কমবেশি ভালো করছেন।

ভবিষ্যতে নিজেকে কীভাবে দেখতে চান?
আমি কারো মতো হতে চাই না। কারো জায়গাও নিতে চাই না। নিজেকে একটি শক্ত অবস্থানে দেখতে চাই। এটি বিশ্বাস করি যে, কেউ কারো জায়গা নিতে পারে না। অভিনয়ে ভালো অবস্থানে যেতে হলে অবশ্যই অভিনয়ের উন্নতি করতে হবে। অভিনয়ের উন্নয়নের জন্য প্রায়ই আয়নার সামনে অনুশীলন করি। সংলাপ বলি। প্রচুর সিনেমা দেখি, নাটক ও ওয়েব সিরিজ দেখি। বড়দের কাজ দেখি, সমসাময়িকদেরও দেখি, জুনিয়রদেরও দেখি- যেটি ভালো, সেটি যেমন দেখি, খারাপটিও দেখি। অভিজ্ঞতা অর্জন করতে চাই।


আরো সংবাদ



premium cement