জীবনঘনিষ্ঠ গল্পের ‘অভাব’-এ তারা...
- বিনোদন প্রতিবেদক
- ০২ জানুয়ারি ২০২৪, ০০:০৫
একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্মাতা আবুল হায়াত নতুন ইংরেজি বছর ২০২৪-এ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য অভিনয় করেছেন জীবনঘনিষ্ঠ এক গল্পের টেলিফিল্মে। নাম ‘অভাব’। এতে গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। টেলিফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নবাগত আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল ও এই প্রজন্মের জনপ্রিয় ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মুসকান। এই মুহূর্তে টেলিফিল্মটির নাট্যকার আল আমিন স্বপন তার গ্রামের বাড়ি বরিশালে রয়েছেন। সেখান থেকে মোবাইলে ‘অভাব’ টেলিফিল্মের গল্পটা খুব সংক্ষেপে বলতে গিয়ে তিনি বলেন, ‘মূলত মানুষের জীবনে ভালোবাসা ও টাকার অভাব- এই দুটো প্রেক্ষাপট আমি তুলে ধরে একটি গল্প রচনা করেছি। যেখানে দেখা যাবে আবুল হায়াত শহরের একজন ব্যবসায়ী মানুষ, তার অনেক টাকা আছে। আর গ্রামের সাধারণ একটি পরিবার সোহেল ও তানিয়ার সংসার। যাদের সংসারকে ঘিরে অনেক ভালোবাসা আছে কিন্তু তাদের সংসারে অভাব রয়েছে। একটি সময় আবুল হায়াত বুঝতে পারেন তার টাকা থাকলেও তার ভালোবাসার অভাব রয়েছে। তিনিই মূলত অভাবী।’ টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্বপনকে ধন্যবাদ চমৎকার এই গল্পের জন্য। ইমন মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছে। তানিয়া বৃষ্টি এর আগে আমার সাথে একটি কাজ করেছিল। এটি তার সাথে আমার দ্বিতীয় কাজ। এক কথায়, বৃষ্টি খুবই ভালো অভিনয় করেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে তার অভিনয়। সোহেলও ভালো করার চেষ্টা করেছে। ছোট্ট মুসকানও ভালো করেছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। যা দর্শকের কাছে ভালো লাগবে আমি আশা করছি।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘গত বছরের শেষ কাজ ছিল এটি। কিন্তু শেষ কাজটিই আমার জন্য ছিল অনেক বড় প্রাপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা