২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শহীদুল ইসলাম খোকনের মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

-

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক শহীদুল ইসলাম খোকন। বিশেষত মার্শালআর্টভিত্তিক সিনেমা তিনি নির্মাণ করেছেন বেশি। এ ছাড়াও জীবনঘনিষ্ঠ গল্পের সিনেমাও নির্মাণ করেছেন তিনি। একটা সময় ছিল যখন শুধু তার নামেই সিনেমা চলত এ দেশের সিনেমা হলে হলে। খোকন পরিচালিত প্রথম সিনেমা ছিল ‘রক্তের বন্দী’। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা ছিল নায়ক রুবেলকে নিয়ে ‘লড়াকু’। দ্বিতীয় সিনেমাই ছিল ব্যবসায় সফল সিনেমা। এরপর তিনি ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্ঠি’, ‘উত্থান পতন’, ‘সতর্ক শয়তান’, ‘কমান্ডার’, ‘ঘাতক’, ‘সন্ত্রাস’, ‘লম্পট’, ‘ভণ্ড’, ‘ম্যাডাম ফুলি’, ‘যোদ্ধা’, ‘ভেজা বিড়াল’, ‘মুখোশধারী’, ‘লাল-সবুজ’, ‘টাকা’, ‘বাঙলা’সহ আরো বেশ কিছু সিনেমা নির্মাণ করেন। শহীদুল ইসলাম খোকন ২০১৬ সালের ৪ এপ্রিল তিন স্ত্রী জয় ইসলাম, তিন সন্তান হৃদয়, শীষ ও শৈলীকে মারা যান। ৩১ ডিসেম্বর খোকনের তৃতীয় সন্তান শৈলীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় রাজধানীর সেনানিবাসের অফিসার্স ক্লাবে। শৈলী কানাডাতে থাকেন। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।


আরো সংবাদ



premium cement