বছরের প্রথম দিন কাটছে কার কোথায়
- ০১ জানুয়ারি ২০২৪, ০০:০৫
পূর্ণিমা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা : নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা সবাইকে। ২০২৩ সালটা আমার জন্য সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। ব্যক্তিজীবন ও কর্মজীবন বেশ ভালো কেটেছে আমার। আশা করছি ইংরেজি নতুন বছর ২০২৪-ও ভালো কাটবে ইনশা আল্লাহ। বছরের প্রথম দিনটি নিয়ে বিশেষ কোনো উচ্ছ্বাস নেই। জীবনের নিয়মে নতুন ইংরেজি বছর এসেছে আমাদের জীবনে। এভাবেই জীবনের নিয়মে চলে আসবে ২০২৫, ২০২৬ কিংবা তার পরের বছরগুলোতে। কেউ থাকব বছরের পর বছর। কেউ চলে যাবো, এটিই নিয়ম। শুধু দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
দিলশাদ নাহার কনা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা : গতকাল খুলনায় স্টেজ শো দিয়ে আমার ২০২৩-এর যাত্রা শেষ হলো। আলহামদুলিল্লাহ। একটা বর্ণাঢ্য বছর কাটালাম। আশা রাখছি ২০২৪ সালটাও আরো বর্ণাঢ্য হবে, আনন্দময় হবে, সফলতার হবে। আমি ইচ্ছে করেই ১ জানুয়ারিতে কয়েকটা জমে থাকা কাজ রেখেছি। নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা সবাইকে। আজ আমি একটি চলচ্চিত্রের গানে এবং দু’টি আধুনিক গানে কণ্ঠ দেবো। বাকি সময়টুকু আশা রাখছি পরিবারের সাথে কাটাব। নতুন বছর সবারই ভালো কাটুক, সুন্দর কাটুক- এটিই প্রত্যাশা।
বিদ্যা সিনহা মিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা : বেশ কিছু দিন আগেই আমি আমার স্বামীর সাথে দুবাই এসেছি। ২০২৩-এর শেষ সময়টা দুবাইতেই কেটেছে আমার। বছরের শুরুটাও এখানেই উদযাপন করব। আর আগামী ৪ জানুয়ারি যেহেতু আমাদের বিয়েবার্ষিকী, তাই বিয়েবার্ষিকী যথারীতি এখানেই উদযাপন করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি। আর সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
মুহিন খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক : গতকাল ছিল বছরের শেষ দিন। সে দিনটাও আমার স্টেজ শোতে কেটেছে। আলহামদুলিল্লাহ। আর আজকের দিনটাও স্টেজশো দিয়েই শুরু হচ্ছে। বছরের প্রথম দিন তিনটি ইউটিউব চ্যানেলে আমার তিনটি গান প্রকাশ পেতে যাচ্ছে। গান তিনটির শিরোনাম হচ্ছে ‘মনের মানুষ নাই’,‘ আছো কোথায়’ ও ‘রোজ বিকেল’। তিনটি গান নিয়েই আমার ভীষণ প্রত্যাশা। নতুন বছরের প্রথম দিনেই তিনটি গান প্রকাশ পাচ্ছে। তাই নিজের ভেতর সত্যিই অন্য রকম ভালোলাগা কাজ করছে। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
চঞ্চল চৌধুরী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা : গেল বছরের শুরুটা ভীষণ মন খারাপের মধ্য দিয়ে কেটেছে। কারণ ২০২২-এর ২৭ ডিসেম্বর আমি আমার বাবাকে হারিয়েছি। তাই সব কিছুতে ঠিকঠাকমতো সেট হতে আমার একটু সময় লেগেছিল। যাহোক, তার পরও গেল বছর ভালো মন্দ সব মিলিয়ে বেশ ভালো কেটেছে। তবে প্রতিটি পদে পদে বাবাকে মিস করেছি, খুউব। আর আজকের দিনটা আমার স্ত্রী, সন্তানের সাথে কলকাতার মাটিতেই কাটবে। ফিরব আগামীকাল। ফিরে এসেই আশরাফুজ্জামান নামের একজন পরিচালকের সাথে নতুন একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে বসার কথা। আরো অনেক পরিকল্পনা আছে। নতুন ইংরেজি বছর সবার ভালো কাটুক, এটিই প্রত্যাশা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা