২০২৩-এ আলোচনার শীর্ষে আরশাদ আদনান
- আলমগীর কবির
- ০১ জানুয়ারি ২০২৪, ০০:০৫
আরশাদ আদনান, আদ্যোপান্ত একজন সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্ব। কবিতায় প্রেমে পড়ে সংস্কৃৃতি অঙ্গনে তার পথচলা। এরপর নাটক প্রযোজনা, নাটকে অভিনয়, চলচ্চিত্র প্রযোজনা, চলচ্চিত্রে অভিনয় করেও সংস্কৃতি অঙ্গনের সাথে যেন নিজের সম্পৃক্ততা আরো বেড়ে যায়। আজ থেকে এক দশক আগে একই বিমানে চল্লিশেরও অধিক শিল্পী কক্সবাজারে নিয়ে শুটিং করেও অনন্য রেকর্ড সৃষ্টি করেছিলেন তিনি। তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘ইউটার্ন’,‘ সুলতানা বিবিয়ানা’ সিনেমা দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। মাঝে কিছু দিন সিনেমা প্রযোজনায় বিরতি থাকলেও চলতি বছর ২৯ জুন মুক্তিপ্রাপ্ত তারই প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি ২০২৩-এর সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ছিলো। এই সিনেমার দু’টি গান ‘ও প্রিয়তমা’ ও ‘ঈশ^র’ও যেন সিনেমার গানের হিসাব-নিকাশ বদলে দেয়। সাম্প্রতিক কালের সবচেয়ে আলোচিত গান হিসেবেও বিবেচিত হয় ‘ও প্রিয়তমা’ গানটি। যে গান বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গেছে। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে শাকিব খানও যেন নতুন করে নিজের ক্যারিয়ারেরও টার্ন করেছেন। আর নবাগত নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল তার অনবদ্য অভিনয় দিয়েও প্রথম সিনেমাতেই দুই বাংলাসহ বিশ্বের বাংলা ভাষাভাষী কোটি কোটি দর্শককে মুগ্ধ করেছেন। ‘প্রিয়তমা’ সিনেমার জন্য কোটি কোটি টাকা মুনাফা অর্জন, গানে গানে বিশ্বজয়, শাকিব খানের ক্যারিয়ারের ইউটার্ন, নবাগত হিসেবে ইধিকার সফলতা, পরিচালক হিসেবে হিমেল আশরাফের গ্রহণযোগ্যতা সর্বোপরি সিনেমাটি মুক্তির পর থেকে আজ অবধি আলোচনায় থাকার নেপথ্য নায়ক আরশাদ আদনান। একজন প্রযোজক হিসেবে পরিচালককে স্বাধীনভাবে কাজ করতে দেয়া এবং সিনেমা মুক্তির পর থেকে দেশ-বিদেশের সব শ্রেণীর দর্শকের ‘প্রিয়তমা’র প্রতি ভালোবাসাই ‘প্রিয়তমা’কে বর্তমান সময়ের অন্যতম সেরা সিনেমাতে পরিণত করেছে। এখনো দেশ-বিদেশে প্রিয়তমাকে ঘিরেই আলোচনায় হচ্ছে। আলোচনা হচ্ছে আরশাদ আদনান, শাকিব খান, ইধিকা পাল, হিমেল আশরাফকে নিয়ে। ২০২৩ সালের আলোচনার শীর্ষে অন্যদের মধ্যে আরশাদ আদনানও ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা