তিন্নী-টুসি : গানে নারায়ণগঞ্জের গর্ব
- বিনোদন প্রতিবেদক
- ০১ জানুয়ারি ২০২৪, ০০:০৫
কানিজ খাদিজা তিন্নী ও সাবরিনা নওশীন টুসি- দু’জনই সঙ্গীতশিল্পী। তিন্নী ২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ অন্যতম একজন মিষ্টি কণ্ঠের গায়িকা। অন্য দিকে টুসি ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’র ফাইনালে উঠে আসা একজন সঙ্গীতশিল্পী। পেশাগতভাবে গানের ভুবনে তিন্নীর পথচলা শুরু সেরাকণ্ঠ প্রতিযাগিতা শেষ হওয়ার পরপরই। তবে এর আগেই গানের সাথে তার সখ্য। ছোটবেলা থেকেই বাবা মায়ের অনুপ্রেরণায় তিন্নীর গান শেখা। এরই মধ্যে তিন্নীর বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানগুলো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। মৌলিক গানের জন্য তিন্নী ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ ও ‘বিসিআরএ’ অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন তিন্নী। গানের ভুবনে পথচলার পাশাপাশি তিন্নী নারায়ণগঞ্জে একটি স্কুলে শিক্ষকতাও করছেন। আবার নিয়মিত স্টেজ শোও করছেন। এরই মধ্যে গেল ২৬ ডিসেম্বর বনানী ক্লাবে একটি অনুষ্ঠানে সর্বশেষ সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। এ দিকে সেরাকণ্ঠ ২০২৩’ যতজন শিল্পী ফাইনালে উঠে এসেছেন তার মধ্যে টুসির কণ্ঠটা সবচেয়ে মিষ্টি ও সুরেলা- এমন অভিমত অনেকের। প্রতিযোগিতার বিশেষ বিচারক রুনা লায়লা যেমন তার কণ্ঠ ভীষণ পছন্দ করেন, ঠিক তেমনি অতিথি বিচারক হিসেবে এসে টুসির গায়কীর ভূয়সী প্রশংসা করেছেন নায়ক-প্রযোজক আলমগীর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা