২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রতি মাসে একটি মঞ্চনাটকে অভিনয় করবেন চঞ্চল

-

এই মুহূর্তে কলকাতায় আছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা চঞ্চল চৌধুরী। মামুনুর রশীদ নির্দেশিত ‘রাঢ়াং’ নামক আলোচিত মঞ্চনাটকের টানা দু’দিনে কলকাতায় ছয়বার এই নাটকের মঞ্চায়নে অভিনয় করেছেন। কলকাতার দর্শকের মঞ্চ নাটকের প্রতি ব্যাপক আগ্রহ চঞ্চল চৌধুরীকে ভীষণ আবেগাপ্লুত করেছে, মুগ্ধ করেছে। যেখানে দু’দিনে চারটি শো হওয়ার কথা ছিল সেখানে দর্শকের প্রবল চাপে ও আগ্রহে আরো দু’টি শো বাড়াতে বাধ্য হয়েছেন নির্দেশক মামুনুর রশীদ। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ সিনেমা দেখার জন্য যেমন সকাল থেকেই টিকিট কাটতে দর্শকের লাইন ছিল। অনুরূপভাবে ‘রাড়াং’ উপভোগ করার জন্যও ঠিক এমন লাইনে দাঁড়াতে হয়েছিল দর্শককে। কলকাতা থেকে মোবাইলে গতকাল ‘রাঢ়াং’-এর মঞ্চায়ন প্রসঙ্গে বলতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আমার নাট্যগুরু শ্রদ্ধেয় মামুনুর রশীদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে, ঢাকার বাইরে বিশেষত কলকাতায় রাঢ়াং বা অন্য কোনো মঞ্চনাটক নিয়ে দর্শকের এমন উপচেপড়া ভিড় ছিল কি না। তিনি বললেন, না- এমন দৃশ্য কখনো চোখে পড়েনি। বিষয়টি আমার মনে দাগ কেটেছে। দু’দিনে ছয়টি শো করতে আমাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু দর্শককে তো আনন্দ দিতে পেরেছি। এটি সত্যি যে, একজন সত্যিকারের অভিনেতা হতে হলে মঞ্চে অভিনয় করাটা ভীষণ জরুরি। মঞ্চে অভিনয়ের চর্চাটা না থাকলে আমরা আগামী দিনে সিনেমাতে, নাটকে এমনকি ওটিটি প্ল্যাটফর্মে সত্যিকারের জাত অভিনেতা সৃষ্টি থেকে বঞ্চিত হবো। তাই মঞ্চের প্রতি অভিনয় শিল্পীদের মনোযোগ বাড়াতে হবে। আমিও সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে মাসে অন্তত একবার হলেও মঞ্চে অভিনয় করব। তাতে নতুন প্রজন্মের শিল্পীদের মঞ্চে অভিনয়ে আগ্রহ বাড়বে। মঞ্চের সাথে আমারও নিয়মিত একটি যোগায়োগ থাকবে। এটি সত্যি যে, আমি কিন্তু মঞ্চ থেকে কখনো সরে যাইনি।


আরো সংবাদ



premium cement