২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চার সিনেমার এলিনা শাম্মী

-

‘আমার আসলে ওয়েব ফিল্ম কিংবা সিনেমা- যেকোনোটিতেই কাজ করতে ভালো লাগে। কারণ আমি মনে করি, আমি একজন অভিনেত্রী। গল্প ভালো হলে চরিত্র মনের মতো হলে নিজের অভিনয়টাকে ফুটিয়ে তোলাই একজন অভিনেত্রী হিসেবে আমার সবচেয়ে বড় কাজ। জানি না, অভিনেত্রী হিসেবে নিজে কতটুকু জায়গা করে নিতে পেরেছি দর্শকের মনে। তবে আমি চেষ্টা করছি আমার কাছে আসা প্রত্যেকটি চরিত্র মন দিয়ে অভিনয় করতে। একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন চোখে-মুখে। সেই চেষ্টাটাই অব্যাহত থাকবে।’ ওয়েব ফিল্ম ও সিনেমাতে টানা অভিনয় করা প্রসঙ্গে এমনই বললেন এই প্রজন্মের অভিনেত্রী এলিনা শাম্মী। বর্তমানে তার হাতে চারটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হচ্ছে- মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানার ‘জলরঙ’ ও তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। শাম্মী জানান, বর্তমানে ‘মধ্যবিত্ত’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বাকি তিনটি সিনেমার মধ্যে দু’টি সিনেমার ডাবিং শেষ করেছেন এবং আরো একটি সিনেমার ডাবিংয়ের কাজ বাকি আছে। এদিকে আগামী ১৯ নভেম্বর শাম্মী অভিনীত মুনতাসির ওয়েব ফিল্মটি একটি অ্যাপসে প্রকাশ পাবে। এটি নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। এতে শাম্মী অভিনয় করেছেন আফরিন চরিত্রে। এই চরিত্রটি নিয়ে ভীষণ আশাবাদী শাম্মী।

 

 


আরো সংবাদ



premium cement