আইডিটি আমার কন্ট্রোলে নেই : আফজাল
- বিনোদন প্রতিবেদক
- ১২ নভেম্বর ২০২২, ০০:০৫
বরেণ্য অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা, চলচ্চিত্র পরিচালক আফজাল হোসেনের ফেসবুক আইডি প্রায় দেড় মাস আগে হ্যাকড হয়েছে বলে তিনি গতকাল সকালে গণমাধ্যমে জানিয়েছেন। আফজাল হোসেন ফেসবুকে বেশ অ্যাকটিভ ছিলেন। কিন্তু প্রায় দেড় মাস হলো তিনি নিজে কোনো পোস্ট করতে পারছেন না। আবার ফেসবুক আইডিও এখনো উদ্ধার করতে পারেননি তিনি। আফজাল হোসেন তাই সবাইকে সতর্ক করে বলেন, ‘দুঃজনক হলেও সত্যি যে, আমার ফেসবুক আইডিটি প্রায় দেড় মাস ধরে আমার কন্ট্রোলে নেই। কারা কখন আমার আইডিটি হ্যাকড করেছে আমার নিজেরও জানা নেই। বেশ কিছু দিন ধরে আমি ফেসবুকে লিখতে পারছি না। তখন টের পেলাম যে, এটি আর আমার নিজের কন্ট্রোলে নেই। এরই মধ্যে অনেকেই আমিকেন্দ্রিক নানান বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। আমি সেগুলোতে কোনো রেসপন্স করতে পারছি না। আবার কারো কারো ট্যাগও একসেপ্ট করা হচ্ছে না। আমার কাজ সম্পর্কিত অনেক কিছুই ফেসবুকে প্রকাশ পাচ্ছে। সেগুলো নিয়েও আমি কিছু করতে পারছি না। ফলে আমাকে অনেকেই ভুল বুঝছেন। অনুগ্রহপূর্বক কেউ ভুল বুঝবেন না এবং সবাইকে সতর্ক করেই বলছি- আপাতত আমার ফেসবুকের সাথে কেউ কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। আইডি ফেরত পেলে আমিই সবাইকে জানাব- হোক তা সংবাদ মাধ্যমে কিংবা ফেসবুকে লাইভে এসে।’ এ দিকে আফজাল হোসেন এরই মধ্যে শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবাসহ আরো অনেকেই। গত ৪ নভেম্বর হইচইতে প্রকাশিত হয়েছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোধ’ ওয়েব সিরিজটি। এতে আফজাল হোসেনের অসাধারণ অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। অনেকেই আফজাল হোসেনের ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয়ের জন্য ‘বোধ’ ওয়েব সিরিজটি আগ্রহ নিয়ে দেখছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা