২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ধারাবাহিকে মীর সাব্বির-ফারহানা মিলি

ধারাবাহিকে মীর সাব্বির-ফারহানা মিলি -

দীর্ঘ দিন পর কোনো ধারাবাহিকে একসাথে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র ও নাট্যপরিচালক মীর সাব্বির ও নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য তারা দু’জন সাত পর্বের ধারাবাহিকে ‘বাপকা বেটা’ অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন অনুপ বালা। পরিচালনা করেছেন এস আই সোহেল। রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘এস আই সোহেল বরগুনার ছেলে। যে কারণে তার প্রতি ভালোবাসাটা একটু বেশিই কাজ করে। তার নির্দেশনায় এবারই প্রথম অভিনয় করেছি আমি। তার চেষ্টা আছে ভালোভাবে যতœ নিয়ে নাটক নির্মাণ করার। আর মিলিরও সাথেও এক বছরেরও বেশি সময় পর একসাথে অভিনয় করেছি। ভালো লেগেছে। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’ ফারহানা মিলি বলেন, ‘পরিচালকের সাথে আমার প্রথম কাজ। গল্পটা ভালো। মীর সাব্বির ভাইসহ আরো যারা আছেন যেমন শেলী আপা, রুমী ভাই, স্বর্ণলতা প্রত্যেকেই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। প্রচারে এলে দর্শকের ভালো লাগার কথা।’ উল্লেখ্য, এ দিকে মীর সাব্বির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেয়া হয়েছে। অনেকেই আশা করছেন, সিনেমাটি হয়তো বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েও যেতে পারে। বিশেষত সিনেমার গল্প, সিনেমাটোগ্রাফি, মীর সাব্বিরের দুর্দান্ত অভিনয় ও সর্বোপরি সিনেমার গান। সব কিছু মিলিয়েই সিনেমাটি যখন মুক্তি পায় তখন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। ‘রাত জাগা ফুল’ মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা। আর অন্য দিকে ফারহানা মিলি অভিনীত প্রথম ও একমাত্র সিনেমা হচ্ছে ‘মনপুরা’। এটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এক সিনেমাই মাইলফলক হয়ে আছে মিলির জীবনে। সিনেমাটিতে তিনি পরী চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন।


আরো সংবাদ



premium cement