২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাবিবুর রহমানের গল্পে ‘মনের সুখ’

-

কিছু দিন আগে হাবিবুর রহমান রচিত ‘মনের সুখ’ নাটকটি নির্মিত হয় রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে। নাটকটি নির্মাণ করেন গুণী নাট্যনির্মাতা সালাহউদ্দিন লাভলু। আজ রাত ৯টায় নাটকটি এনটিভিতে প্রচার হবে। নাট্যকার হাবিবুর রহমান জানান, এটি একটি পারিবারিক ব্যতিক্রম ঘরানার একটু সিরিয়াস গল্পের নাটক। নাটকটির বিষয়বস্তু সম্পর্কে হাবিবুর রহমান জানান, সব কিছু পেয়েও মানুষ সুখী হয় না, যখন সে সত্যকে আড়াল করে। এটিই নাটকের মূল বিষয়বস্তু। নাটকে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, নাজনীন চুমকী, মাসুম বাশার, শিশু শিল্পী আদ্রিনা। নাটকটি নিয়ে নির্মাতা সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘সাধারণত আমি যে ধরনের গল্পের নাটক পরিচালনা করি মনের সুখ- তা থেকে ব্যতিক্রম। হাবিবুর রহমানের লেখা গল্প পছন্দ হওয়াতে নাটকটি নির্মাণে আগ্রহী হই।


আরো সংবাদ



premium cement