২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একই দিনে মৌসুমীর দুই সিনেমার মুক্তি

-

কথা ছিল চলচ্চিত্রের মৌসুমী অভিনীত আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ সিনেমাটি আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে। কিন্তু একই দিনে আরো একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম ‘ভাঙন’। এই সিনেমাটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। ‘দেশান্তর’ ও ‘ভাঙন’ সিনেমায় দু’টি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। মৌসুমী মানসিকভাবে প্রস্তুত ছিলেন ‘দেশান্তর’ সিনেমাটির মুক্তি নিয়ে। কিন্তু একই দিনে যে ‘ভাঙন’ও মুক্তি পাবে এ নিয়ে প্রস্তুত ছিলেন না। যে কারণে একই দিনে দু’টি সিনেমা মুক্তি নিয়ে মৌসুমীও কিছুটা চিন্তিত। কারণ এখন হল ভাগ হয়ে যাবে। তারপরও দুই সিনেমার জন্যই মৌসুমী শুভ কামনা জানিয়েছেন। দু’টি সিনেমা প্রসঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘দেশান্তর মূলত মুক্তিযুদ্ধের আগের ও পরের ঘটনার বর্ণনার চিত্র। এই সিনেমাতে একটি গতি আছে। এই সিনেমার গল্পটিতে একটি প্রাণ আছে। যখন গল্পটি শুনেছি তখনই পুরো সিনেমাটি চোখের সামনে ভেসে উঠেছিল। সুজন বেশ যতœ নিয়ে কাজটি করেছে। আমারও ভীষণ ভালো লেগেছে কাজটি করতে। আবার ভাঙন হলো ছিন্নমূল মানুষের দুঃখ-সুখের প্রতিচ্ছবি। এটিও একটি ব্যতিক্রমধর্মী গল্পের সিনেমা। দুটো সিনেমা নিয়েই আমার প্রত্যাশা রয়েছে যে, দর্শকের ভালো লাগবে। এখন যেহেতু একই দিনে দু’টি সিনেমার মুক্তি। এ কারণে যেসব হলে সিনেমা দু’টি মুক্তি পাবে, সে ক্ষেত্রে হলও ভাগ হয়ে যাচ্ছে। একটি সিনেমা মুক্তি পেলে হলটা হয়তো বেশি পাওয়া যেত, দর্শকেরও সমাগমটা একটি সিনেমাকে কেন্দ্র করে সমাগম বেশি হতো।


আরো সংবাদ



premium cement