২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছোট্ট জীবনে প্রাপ্তিগুলো নিয়ে সুখে আছি : মিম

-

বিদ্যা সিনহা মিম, সিনেমাপ্রেমী দর্শকের কাছে এই মুহূর্তে প্রিয় একটি নাম। ‘পরাণ’ সিনেমা দিয়ে তিনি দর্শকের কাছে এক অনন্য উচ্চতায় চলে গেছেন। তার পর কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘দামাল’ সিনেমাতেও তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।
সিনেমার পালে নতুন হাওয়া বইতে শুরু করে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা দিয়ে। বিভিন্ন হলে দর্শকের পুরনো জোয়ার ফিরিয়ে এনেছে মিমের ‘পরাণ’ সিনেমা। তাদের সাথে অভিনয়ে অনবদ্য থেকে আরো যুক্ত ছিলেন শরীফুল রাজ, ইয়াশ রোহান।
মিম তার অভিনয় জীবনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একজন নায়িকা হিসেবে কিংবা একজন অভিনেত্রী হিসেবে বিদ্যা সিনহা মিমের অবস্থান, যোগ্যতা, মেধাকে বিবেচনা করে তার মা ছবি সাহা বেশ কয়েক বছর আগে ডা: আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে ২০১৭ সালে ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত হন। আবার চলতি বছর বাবা দিবসে মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাকে ‘গর্বিত বাবা’ সম্মাননায় ভূষিত করা হয়। নিজের মেয়ের জন্য মিমের বাবা-মায়ের এই যে সম্মাননা প্রাপ্তি- তা মিমের কাছে তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কারণ তার কাজের ওপর, তার স্বীকৃতির ওপর বিবেচনা করেই তার বাবা-মা সম্মাননায় ভূষিত হয়েছেন। আবার মিম তার নতুন জীবন শুরু করেছেন তার নিজের মনের মতো একজন মানুষের সাথে। সনির সাথে নতুন জীবন নিয়ে মিম ভীষণ খুশি। এদিকে আজ মিমের জন্মদিন। অবশ্য গতকাল রাতই মিমের জন্মদিনের শুভারম্ভ হয়েছে। পরিবারের সাথেই কেক কেটে জন্মদিনের যাত্রা শুরু করেছেন তিনি। তবে এবারের জন্মদিনে তিনি ঢাকায় থাকছেন না। একটি বিউটি লাউঞ্জের ষষ্ঠ বর্ষপূর্তিতে তিনি চট্টগ্রাম যাচ্ছেন আজ সকালে। জন্মদিন ও এক জীবনে প্রাপ্তি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জীবন তো কেবল শুরু হলো। ছোট্ট এই জীবনে এত এত প্রাপ্তি- সত্যিই সব ঈশ^রের কৃপা। তাই ঈশ^রের প্রতিই বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকেই স্মরণ করি আমার প্রতিটি কাজে, সফলতায়। একজন লাক্স সুপারস্টার হওয়া থেকে শুরু করে অভিনয় জীবন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি, আমার জন্য বাবা-মায়ের সম্মাননা প্রাপ্তি, ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়া, আমার জীবনে সনিকে পাওয়া- সব মিলিয়ে ছোট্ট এই জীবনে এত এত প্রাপ্তি- আমার জীবনকে করেছে সমৃদ্ধ। আমি এ নিয়েই সুখে আছি। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা, তারা আমার কাজ উপভোগ করেন এবং সবসময় আমাকে অনুপ্রাণিত করেন।’


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল