২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রকাশ পাচ্ছে বাপ্পার কণ্ঠে ‘পরাধীনতার শৃঙ্খল’

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যারা শুদ্ধ সঙ্গীতচর্চায় এবং নিজস্ব ধারায় এখনো নিজেকে অধ্যবসায়ে মগ্ন রেখেছেন তাদের মধ্যে অন্যতম বাপ্পা মজুমদার। যার সুর সঙ্গীতে কাজ করার স্বপ্ন এই প্রজন্মের অনেক শিল্পীর। একজন সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের কণ্ঠে আগামীকাল সিনেমার নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রথম গান আগামীকাল প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘পরাধীনতার শৃঙ্খল’। গানটির কথা লিখেছেন সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ। গানের সুরসঙ্গীত করেছেন এবং এতে মূল কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। সহকণ্ঠ হিসেবে আছেন এলিটা করিম, অন্তু, অভিপ্রিয়, হৃদয় ও তামিম। গানটি এবং সিনেমার অডিও সেকশনের পুরোটা কাজ করা প্রসঙ্গে বাপ্পা মজুদার বলেন, ‘যেহেতু পরাধীনতার শৃঙ্খল একটি বিদ্রোহী গান, তাই এতে মূল কণ্ঠ হিসেবে আমার কণ্ঠ থাকার পাশাপাশি আরো সহকণ্ঠ হিসেবে উল্লিখিতরা গেয়েছেন। সিনেমাটিতে শাহান কবন্ধের লেখা আমার সুর করা কণার কণ্ঠেও আরেকটি মৌলিক গান রয়েছে। এ ছাড়া দু’টি দ্বিজেন্দ্র লাল রায়ের ও একটি রবীন্দ্রনাথের গান রয়েছে। আমি বিশেষত বলতে চাই, এলিটার কণ্ঠে দ্বিজেন্দ্র লাল রায়ের একটি গানের কথা। এলিটা খুব চমৎকার গেয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement