‘শহরবাসীতে ডলি জহুর, বিজরী ও তানজিকা
- বিনোদন প্রতিবেদক
- ০৫ নভেম্বর ২০২২, ০০:০০, আপডেট: ০৪ নভেম্বর ২০২২, ২০:৪৮
কিছু দিন আগে একটি প্রচার চলতি ধারাবাহিক নাটকের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী ডলি জহুর। আগের চেয়ে নাটকে কম অভিনয় করলেও ভালো গল্প পেলে তিনি অভিনয় করার চেষ্টা করেন। নাট্যনির্মাতা আরিফ খানের পরিচালনায় ডলি জহুর এবার নতুন আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘শহরবাসী’। নাটকটি নির্মিত হচ্ছে একটি স্যাটেলাইট চ্যানেলের জন্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘শহরবাসের ইতিকথা’ অবলম্বনে ‘শহরবাসী’ ধারাবাহিক নাটকটি নির্মিত হচ্ছে। এতে ডলি জহুর ছাড়াও আরো অভিনয় করছেন বিজরী বরকত উল্লাহ, রওনক হাসান, তানজিকা আমিনসহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এর আগেও আরিফ খানের নাটকে অভিনয় করেছি। আরিফ যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। আর এখন তো আসলে নাটকে সিনিয়র শিল্পীদের জন্য চরিত্রই থাকছে না যে, আমরা অভিনয় করব। কোনো কোনো নাট্যকার গল্পের মধ্যে সিনিয়র শিল্পীদের প্রয়োজনীয়তা তুলে ধরছেন গল্পকে দর্শকের মনের মতো করে তোলার জন্য। সত্যি বলতে কী, একটি নাটকের গল্পে গল্প অনুযায়ী সব ধরনের চরিত্রের উপস্থিতি থাকলে সে নাটকটিও দর্শকের কাছে ভালোলাগার হয়ে উঠে। মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরবাসের ইতিকথা অবলম্বনে যেহেতু এই নাটকটি নির্মিত হচ্ছে, তাই এর গল্পটাও এক কথায় চমৎকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা