২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নূসরাত ফারিয়ার হ্যাটট্রিক

-

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার (সদ্য প্রয়াত) গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপলকে বিশেষত সংস্কৃতি অঙ্গনের সবাই কমবেশি চেনেন-জানেন। উপল একজন সংস্কৃতিবান্ধব মানুষ। সংস্কৃতি পরিবারের জন্ম নেয়া একজন মানুষের অবশ্য স্বাভাবিকভাবে এমনই হওয়ার কথা। ছোটবেলা থেকেই বাবার কাজের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা ছিল, আর সময়ের পরিক্রমায় এখনো তা অটুট আছে। কিছু দিন আগে বাবাকে হারালেও প্রতি মুহূর্তে উপল তার বাবা গাজী মাজহারুল আনোয়ারকে তার চলার পথে পরম শ্রদ্ধায় স্মরণ করছেন, সেই সাথে বাবাকে নিয়ে নানান কাজ করার পরিকল্পনাও করছেন। আবার নিজের ব্যবসার কাজ বেশ মনোযোগ দিয়ে করার চেষ্টা করছেন। বিশ^খ্যাত আমেরিকান চেইনশপ ‘ক্রিমসন কাপ’-এর বাংলাদেশের কর্ণধার উপল। মূলত ‘ক্রিমসন কাপ’-এর আমেরিকায় যাত্রা শুরু ১৯৯১ সালে। ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে এর আউটলেট। এর আগে রাজধানীর দু’টি আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হয়ে নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছিল এই প্রজন্মের নন্দিত নায়িকা নূসরাত ফারিয়ার হাত ধরে। গত রোববার মিরপুরের সনি স্কয়ারের দোতলায় ‘ক্রিমসন কাপ’-এর নতুন আউটলেটের যাত্রা শুরু হলো। সে সসময় নূসরাত ফারিয়ার সাথে আরো উপস্থিত ছিলেন সনি স্কয়ারের কর্ণধার, চলচ্চিত্র প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন, বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরস্র্রষ্টা, সঙ্গীত পরিচালক ইমন সাহাসহ আরো অনেকে। মিরপুর আউটলেটটিতে একসাথে ৬০ থেকে ৭০ জন বসতে পারে। নতুন এই আউটলেটে নূসরাত ফারিয়ার উপস্থিতি প্রসঙ্গে উপল বলেন, ‘এর আগেও আমার নতুন দু’টি আউটলেটে নূসরাত ফারিয়া বেশ আগ্রহ নিয়ে নিজে থেকেই উপস্থিত হয়েছিলেন। এ নিয়ে তৃতীয়বার তিনি আমার ক্রিমসন কাপের নতুন আউটলেটে এসে এর যাত্রা শুরু করালেন। এটি ক্রিমসন কাপ পরিবারের জন্য অনেক আবেগের ও ভালোলাগার। ক্রিমসন কাপ শুধু নূসরাত ফারিয়ারই নয়, এরই মধ্যে সবারই প্রিয় কপিশপ হয়ে উঠেছে।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল