আজ থেকে ফারিয়া শাহরিনের ‘চিরকুমার’
- বিনোদন প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২২, ০০:০৫
ক’দিন আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পুরস্কার হাতে নিয়ে। ফিরে এসে যথারীতি কাজে নিয়মিত হয়েছেন। তবে এরই মধ্যে আজ থেকে এনটিভিতে প্রচার শুরু হচ্ছে ফারিয়া শাহরিন অভিনীত তুহিন হোসেন পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। এতে এক রহস্যময়ীর চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, জানালেন ফারিয়া নিজেই। আজ থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় এনটিভির পর্দায় প্রচার হবে এই ধারাবাহিকটি। এটি রচনা করেছেন গোলাম রব্বানী।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘এই ধারাবাহিকে আমি একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছি। দর্শক আসলে বুঝতে পারবেন না আমি কেন, কী করছি। কিন্তু নাটকের শেষে এসে দর্শক বুঝতে পারবেন। আমি চাই না এখনই কিছু বলতে, দর্শক নাটকটি দেখুক, আমার বিশ্বাস ভালো লাগবে। আর তুহিন হোসেনের নির্দেশনায় এর আগে আমি দু’টি নাটকে অভিনয় করেছি। তার নির্দেশনায় ধারাবাহিক নাটকে এবারই প্রথম অভিনয় করা। তার সাথে কাজের অভিজ্ঞতা বেশ ভালো; যে কারণে অনেক দিন পর নতুন কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করা।’ তুহিন হোসেন পরিচালিত ‘চিরকুমার’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, আরশ খান, ফরহাদ লিমনসহ আরো অনেকে। নাটকটি প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘একটি সময় মানুষ একা নিজের মতো থাকতে চাইলেও সামাজিক ও অন্যান্য কারণে তা হয়ে ওঠে না। এ নাটকে এ বিষয়টিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটিতে ফারিয়াসহ যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা