আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন ডলি জহুর
- বিনোদন প্রতিবেদক
- ৩১ অক্টোবর ২০২২, ০০:০৫
ডলি জহুর, বাংলাদেশের নাটকের ও চলচ্চিত্রের একজন দর্শকনন্দিত অভিনেত্রী। অসংখ্য নাটকে এবং চলচ্চিত্রে তিনি বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে একটু আলাদাভাবেই নিজের ঠাঁই করে নিয়েছেন। ডলির অভিনয়ে দর্শক কেঁদেছেন এমন উদাহরণ আছে অনেক। চলচ্চিত্রে অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। প্রথম তিনি মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে কাজী মোরশেদের ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য একই সম্মাননায় ভূষিত হন। এবার চলচ্চিত্রে ও নাটকে বিশেষ অবদানের জন্য তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। ‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২২’-এর মূল অনুষ্ঠানে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক অভি মঈনুদ্দীন ও এর পরিচালক নাজমুল খান। আগামী ১৯ নভেম্বর প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ডলি জহুরের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। ডলি জহুর বলেন, ‘অবশ্যই যেকোনো সম্মাননা পরম আনন্দের, ভালোলাগার। চলচ্চিত্রে ও নাটকে স্বীকৃতিস্বরূপ আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে, এটি সত্যিই আমার জন্য ভীষণ পুলকিত হওয়ারই বিষয়। আমার কাজকে গুরুত্ব দিয়ে আমার কথা ভেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। এই যে সবার ভাবনায় থাকা, দোয়ায় থাকা, ভালোবাসায় থাকা- এটি অনেক বড় বিষয়। ধন্যবাদ আয়োজকদের।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা