২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একসাথে উপস্থাপনায় নাদিয়া-নাঈম

একসাথে উপস্থাপনায় নাদিয়া-নাঈম -

প্রথমবারের মতো একসাথে একই মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন নাটকের জনপ্রিয় তারকা জুটি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম। বিষয়টি নিশ্চিত করেছেন নাদিয়া আহমেদ। নাদিয়া আহমেদ জানান, আগামীকাল ২৫ অক্টোবর র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা দু’জন প্রথমবার একই মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন। নাদিয়া আহমেদ বলেন, ‘বিষয়টি আমাদের দু’জনের জন্যই ভীষণ আনন্দের ও ভালোলাগার। কারণ এর আগে নানান কারণে দেশ বিদেশের নানান জায়গায় মঞ্চে উঠেছি দু’জন একসাথে। তবে এবারই প্রথম দু’জন একসাথে মঞ্চে উঠব উপস্থাপনার জন্য। বিষয়টি আমাদের দু’জনের কাছেই নতুন ও ভালোলাগার। আয়োজকদের ধন্যবাদ আমাদের এ সুযোগ করে দেয়ার জন্য। আমাদের বিশ^াস আমরা অনুষ্ঠানটিকে আমাদের উপস্থাপনার মধ্য দিয়ে আরো বর্ণিল করে তুলব। আরো ভালোলাগার বিষয় হচ্ছে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে আমাদেরই বন্ধু দেশের নন্দিত সঙ্গীতশিল্পী কণা। তাই সময়টা দারুণ কাটবে আশা করছি।’ কিছু দিন আগেই নাট্যকার রিজওয়ান খান ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর কায়সার আহমেদ পরিচালিত নির্মাণ চলতি ধারাবাহিক নাটকের ‘অন্দর মহল’ কাজ বলা যায় থেমেই গিয়েছিল। পরবর্তীতে আবারো কাজ শুরু হয়। তবে নাটকের নাম বদলে যায়। ‘অন্দর মহল’ হয়ে যায় ‘স্বপ্নের রানী’। এই ‘স্বপ্নের রানী’ কেন নাটকের নাম হলো এর সাথে সংশ্লিষ্ট শিল্পীরা তেমন কেউই ব্যাখা দিতে পারেননি। তবে অনেক শিল্পীর অভিমতে নাটকের নামকরণ করা হয়েছে নাদিয়ার চরিত্রকে কেন্দ্র করেই। নাদিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে যে গল্পে অভিনয় করেছিলাম, রিজওয়ান ভাইয়ের মৃত্যুর পর গল্পর কী হয়েছে তা আমার আসলেই জানা নেই। কারণ প্রতিটি গল্প আলাদা গল্প। যেমন আমি একটি অফিসে জব করার পাশাপাশি পার্টটাইম একটি চাকরিও করি। আমার অফিসের বস শাহেদ শরীফ খান তিনিও বিষয়টি অবগত থাকেন। তো এমন গল্পে আসলে এগিয়ে গিয়েছিল অন্দর মহল। কিন্তু কেন এখন এর নামকরণ স্বপ্নের রানী- নামকরণ করা হলো তা আমার জানা নেই। তবে নাটকের পরিচালক, প্রযোজক ও চ্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাদের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। নাটকটি প্রচারে আসুক।
রিজওয়ান ভাইয়ের লেখা গল্প দর্শক আবার দেখুক। আমরাও উপভোগ করি।’ কিছু দিন আগে নাঈম অভিনীত ‘কারাগার’ ওয়েব সিরিজটি দারুণ সাড়া ফেলে। এতে ডিবি কর্মকর্তা আশফাক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। বলা যায় এটি ছিল নাঈমের অভিনয়ে নতুন করে জেগে ওঠা। এ দিকে গতকাল নাদিয়া ফায়ার ব্রিগেড আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বপ্রস্তুতিতে নাচ নিয়ে ব্যস্ত ছিলেন। আজ তিনি সকাল আহমেদের পরিচালনায় ‘পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। ২৮ অক্টোবর তিনি মানিকগঞ্জে কায়সার আহমেদের পরিচালনায় ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন।

 


আরো সংবাদ



premium cement
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা

সকল