২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দর্শকের প্রিয় হয়ে উঠছেন তানভীর মাসুদ

-

পথে ঘাটে চলতে ফিরতে দর্শকের কাছ থেকে যখন একজন অভিনেতা অভিনয়ের জন্য সাড়া পান, তখন একজন অভিনেতা একটু একটু করে নিজের কাজের মাঝে তৃপ্তি খোঁজে পান। অভিনয়ের প্রতি প্রেম, ভালোবাসা, অধ্যবসায় সর্বোপরি কাজের প্রতি একাগ্রতা তখন আরো বেড়ে যায়। নাটকের এই প্রজন্মের দর্শকপ্রিয় হয়ে ওঠা তানভীর মাসুদের ক্ষেত্রে যেন ঠিক তাই হয়েছে। শুটিংয়ের বাইরে যেকোনো সময় পথ চলতে ভালোবেসে দর্শক কাছে এসে এখন সেলফি তোলেন আগ্রহ নিয়ে। একজন অভিনেতা হিসেবে এই প্রাপ্তিটুকু প্রশান্তির। গুণী নাট্যাভিনেতা, নির্মাতা নরেশ ভূঁইয়ার ‘ওয়ার্ড নাম্বার-৭৭’-এ অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে তার সম্পৃক্ততা। এরপর বহুমাত্রিক চরিত্রে তানভীর মাসুদের দেখা মিলেছে শতাধিক নাটকে। এ মুহূর্তে যে তানভীর মাসুদ অভিনীত যে চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে সেটি হলো দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’র ফাটা বোরহান চরিত্রটি। এ চরিত্রে অভিনয়ের জন্য তানভীর মাসুদ বেশ প্রশংসিত হচ্ছেন। বতর্মানে তার অভিনীত বেশ কিছু ধারাবাহিক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে কায়সার আহমেদের ‘বকুলপুর সিজন টু’, পারভেজ আমিনের ‘আগুন পাখি’, রুমান রুনির ‘আমাদের সাথেই থাকুন’, মজিবুল হক খোকনের ‘মহাজন’, কায়সার আহমেদ ও আল হাজেনের ‘গোলমাল’ ধারাবাহিক। নিয়মিত অভিনয়ে থাকা ও অভিনয় নিয়ে স্বপ্ন প্রসঙ্গে তানভীর মাসুদ বলেন, ‘যেসব শ্রদ্ধাভাজন গুণী নাট্যনির্মাতার পরিচালনায় নাটকে অভিনয় করছি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। কৃতজ্ঞতা রইল নাটকের প্রযোজকদের প্রতি। সহশিল্পীদের প্রতি আন্তরিক ভালোবাসা।

 


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল