২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবার সিনেমায় রাশেদা চৌধুরী

-

বেশ বিরতির পর চলচ্চিত্রের সিনিয়র তারকাভিনেত্রী রাশেদা চৌধুরী অভিনীতি নতুন কোনো সিনেমা দর্শকের সামনে আসতে যাচ্ছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটিতে দেখা যাবে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। রাশেদা চৌধুরী বলেন, ‘বেশ কিছু দিন হলো এই সিনেমাতে অভিনয় করেছি। শুনেছি শিগগিরই সেন্সরে যাবে। অমানুষ হলো মানুষ-সিনেমাটির নাম শুনলেই বোঝা যায় গল্পটা কেমন হবে। মনতাজুর রহমান আকবর ভাইয়ের নির্দেশনায় আগেও সিনেমাতে অভিনয় করেছি। তার নির্দেশনায় কাজ করতে বেশ ভালোলাগে আমার। সিনেমাটিতে ডিপজলসহ আরো অনেকেই আছেন। সিনেমাটি ভালো হয়েছে। আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’ রাশেদা চৌধুরী, চলচ্চিত্রে কাজ করছেন ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত। বলা যায় তিন দশক ধরে দাপটের সাথেই চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বাংলা চলচ্চিত্রে ‘মা’ হিসেবে অনিবার্য এক অভিনেত্রীর নাম রাশেদা চৌধুরী। তখন বিয়ে হয়ে গেছে বি-বাড়িয়ার মেয়ে রাশেদার সাথে ময়মনসিংহের ভালুকার ছেলে আল হেলাল চৌধুরীর সাথে। কিন্তু বিয়ের পরই ১৯৮৪ সালের ‘নতুন মুখের সন্ধানে’ মাধ্যমে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হন রাশেদা চৌধুরী। নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হওয়া রাশেদা চৌধুরী প্রথম অভিনয় করেন দারাশিকোর নির্দেশনায় ‘প্রেম কাহিনী’ চলচ্চিত্রে। এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর চাষী নজরুল ইসলামের ‘বিরহ ব্যথা’ ও হারুনুর রশীদের ‘ভাগ্যবতী’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তিনটি চলচ্চিত্র মুক্তির পর তাকে আর কাজে থেমে থাকতে হয়নি।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল