আবার সিনেমায় রাশেদা চৌধুরী
- বিনোদন প্রতিবেদক
- ২৪ অক্টোবর ২০২২, ০০:০০
বেশ বিরতির পর চলচ্চিত্রের সিনিয়র তারকাভিনেত্রী রাশেদা চৌধুরী অভিনীতি নতুন কোনো সিনেমা দর্শকের সামনে আসতে যাচ্ছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটিতে দেখা যাবে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। রাশেদা চৌধুরী বলেন, ‘বেশ কিছু দিন হলো এই সিনেমাতে অভিনয় করেছি। শুনেছি শিগগিরই সেন্সরে যাবে। অমানুষ হলো মানুষ-সিনেমাটির নাম শুনলেই বোঝা যায় গল্পটা কেমন হবে। মনতাজুর রহমান আকবর ভাইয়ের নির্দেশনায় আগেও সিনেমাতে অভিনয় করেছি। তার নির্দেশনায় কাজ করতে বেশ ভালোলাগে আমার। সিনেমাটিতে ডিপজলসহ আরো অনেকেই আছেন। সিনেমাটি ভালো হয়েছে। আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’ রাশেদা চৌধুরী, চলচ্চিত্রে কাজ করছেন ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত। বলা যায় তিন দশক ধরে দাপটের সাথেই চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বাংলা চলচ্চিত্রে ‘মা’ হিসেবে অনিবার্য এক অভিনেত্রীর নাম রাশেদা চৌধুরী। তখন বিয়ে হয়ে গেছে বি-বাড়িয়ার মেয়ে রাশেদার সাথে ময়মনসিংহের ভালুকার ছেলে আল হেলাল চৌধুরীর সাথে। কিন্তু বিয়ের পরই ১৯৮৪ সালের ‘নতুন মুখের সন্ধানে’ মাধ্যমে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হন রাশেদা চৌধুরী। নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হওয়া রাশেদা চৌধুরী প্রথম অভিনয় করেন দারাশিকোর নির্দেশনায় ‘প্রেম কাহিনী’ চলচ্চিত্রে। এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর চাষী নজরুল ইসলামের ‘বিরহ ব্যথা’ ও হারুনুর রশীদের ‘ভাগ্যবতী’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তিনটি চলচ্চিত্র মুক্তির পর তাকে আর কাজে থেমে থাকতে হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা