২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গল্পের কারণেই ‘দামাল’ ঘিরে প্রত্যাশা বেশি : মিম

গল্পের কারণেই ‘দামাল’ ঘিরে প্রত্যাশা বেশি : মিম -

নির্মাণশৈলীর পাশাপাশি সিনেমায় বরাবরই গল্পের বিষয়বস্তু দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গল্পের বুনন যত নিখুঁত হয়, সিনেমার মান ততটা আকর্ষণীয় হয়। এ জায়গায় মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দামাল’ অনেক এগিয়ে আছে বলে দাবি করেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাতে তিনি অভিনয় করেছেন হাসনা চরিত্রে। মিম বলেন, গল্পের কারণেই ‘দামল’ ঘিরে আমার প্রত্যাশা অনেক বেশি।
মাস কয়েক আগেই মিমের ‘পরাণ’ সিনেমাটি বেশ আলোচনায় এসেছিল। হলভর্তি দর্শক উপহার দিয়ে নিজের অভিনয়ের জাত চিনিয়েছিলেন হালের জনপ্রিয় এই নায়িকা। তবে তিনি এখন মনে করছেন, পরাণের চেয়েও বেশি ব্যবসায় সফল সিনেমা হবে ‘দামাল’। মিম বিশ^াস করেন, রায়হান রাফী পরিচালিত ফুটবলকেন্দ্রিক গল্পের সিনেমা ‘দামাল’ও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সব সিনেমাকে ছাড়িয়ে যাবে। তার দৃঢ় বিশ^াস- হয়তো বা ‘পরাণ’ সিনেমাকেও ছাপিয়ে যেতে পারে দর্শক জনপ্রিয়তার দিক দিয়ে ও ব্যবসায়িকভাবেও। কারণ এরই মধ্যে ‘দামাল’-এর গান প্রকাশিত হয়েছে। গানগুলো দর্শক শ্রোতাদের ভালোলাগছে। সিনেমাটি দেখার জন্য দর্শকের ভেতর আগ্রহ তৈরি হয়েছে। পুরো ‘দামাল’ টিম বিশেষত সিনেমার তিন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরীফুল রাজ প্রচারণা স্বপ্রণোদিত হয়েই অংশ নিচ্ছেন।
মিম বলেন, ‘দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা যে তারা পরাণকে ভালোবেসেছেন এবং এখনো পরাণ দেখছেন তারা। দর্শকের প্রতিই বিশেষ অনুরোধ রইল তারা যেন দামাল-সিনেমাটিও হলে গিয়ে উপভোগ করেন। সিনেমার গল্প, গান, সব শিল্পীর অভিনয় আমার বিশ^াস দর্শক দারুণভাবে উপভোগ করবেন। সিনেমাটিতে আমি হাসনা চরিত্রে অভিনয় করেছি। গ্রামের সহজ, সরল ও চঞ্চলা এক তরুণী হাসনা। হাসনা চরিত্রে সবার ভালোবাসায় মুগ্ধ হওয়ার অপেক্ষায় আমি। আমার বিশ^াস পরাণ যেভাবে দর্শকের ভালোবাসায় একটি ব্যবসায় সফল সিনেমাতে পরিণত হয়েছে, দামালও দর্শকের ভালোবাসায় তার চেয়েও বেশি সফল হতে পারে।’
আগামী ২৮ অক্টোবর ‘দামাল’ সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টিসহ আরো বেশ ক’জন শিল্পী। উল্লেখ্য, মিমের প্রথম সিনেমা ছিল হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘তারকাঁটা’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘আমি তোমার হতে চাই’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘সুটই হার্ট’, ‘পাষাণ’, ‘সাপলুডু’ ইত্যাদি। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল