২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাহাজান খানের সিনেমায় নূর

শাহাজান খানের সিনেমায় নূর -

রাজনীতিবিদ হিসেবে শাজাহান খানের পরিচিতি অনেক আগে থেকেই। এবার সেই পরিচয়ে আরো একটি বিশেষণ যোগ করতে যাচ্ছেন তিনি। দর্শক এখন থেকে তাকে গল্পকার হিসেবেও চিনবেন। কারণ তার লেখা গল্পে হচ্ছে সিনেমা। যেখানে অভিনয় করবেন সাবেক মন্ত্রী (সংস্কৃতি) স্বনামধন্য অভিনেতা আসাদুজ্জামান নূর। দীর্ঘদিন পর নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘জয় বাংলা ধ্বনি’। মুক্তিযুদ্ধ নিয়েই গল্প। এতে আসাদুজ্জামান নূর ছাড়া অভিনয়ে আরো থাকবেন নিরব হোসেন, সুনেরাহ বিনতে কামাল, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী প্রমুখ।
এ ঘোষণা দিতে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে আসেন আসাদুজ্জামান নূর ও শাজাহান খান। সেখানে তারা জানান সিনেমাটির আদ্যোপান্ত। সিনেমার কাহিনী লেখা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘জয় বাংলা সেøাগান নিয়ে আমাদের সবার যে আবেগ, আমার নিজের যে আবেগ, মুক্তিযুদ্ধে যাওয়ার যে প্রেরণা এবং এই স্লোগানের যে গর্বিত ইতিহাস, তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই কাহিনী লিখেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ এই কাহিনীকে সিনেমার জন্য সরকারি অনুদানে বাছাই করায়।’ সংবাদ সম্মেলনে শাজাহান খানের হাতে একটি স্মারক তুলে দেন জয় বাংলা ধ্বনির পরিচালক ও শিল্পীরা। সেই স্মারক থেকে জানা যায়, সিনেমার কাহিনীকার হিসেবে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন শাজাহান খান।
‘জয় বাংলা ধ্বনি’ সিনেমাটি পরিচালনা করবেন খ ম খুরশীদ। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে শুটিং। সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষে ২০২৩ সালের মার্চে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা নির্মাতার। ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমায় আসাদুজ্জামান নূর অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। তার চরিত্রের নাম শম্ভু রাজাকার। ঘটনাটি মুক্তিযুদ্ধের সময়ের। তাই যুবক বয়স ও পরিণত বয়স দুভাবেই দেখা যাবে নূরকে। বিশেষ মেকআপের সাহায্যে তার যুবক বয়সের লুক আনা হবে বলে জানিয়েছেন নির্মাতা। চিত্রনায়ক নিরবও থাকবেন দুই বয়সের চরিত্রে।


আরো সংবাদ



premium cement
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

সকল