২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দমাদম মাস্ত কালান্দার’ এবার তরিক মৃধার কণ্ঠে

‘দমাদম মাস্ত কালান্দার’ এবার তরিক মৃধার কণ্ঠে -

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার কণ্ঠে ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি বাংলাদেশ তথা উপমহাদেশের গানপ্রেমী মানুষ শুনেননি এমনটি খুঁজে পাওয়া বিরল। জানা যায়, পাকিস্তান আমলে (৫০-৬০-এর দশকে) সিন্ধ অঞ্চলের জামশোর জেলার সেহওয়ান নামে একটি গ্রামে ওসমান মারিন্দির মাজার ছিল। অনেকটা লালনের মতো। আধ্যাত্মিক গানের চর্চার জন্য জায়গাটি এখনো বিখ্যাত। একদিন সেখানে মরুভূমির মধ্য থেকে উঠে এসে এক জিপসি বালিকা একটি উর্দু গান (পাঞ্জাবি বুনিয়াদি গান) গাইল আর রেডিও পাকিস্তান গানটি ধারণ করে রাখল। বালিকাটি যেভাবে সহসা এলো তেমনি সহসাই গায়েবও হয়ে গেল। বাকিটা ইতিহাস। গানটি হিট হয়ে গেল। বহু বছর পার হয়ে গেছে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বহু গায়ক-গায়িকাই গানটি গেয়েছেন। কিন্তু সেই জিপসি বালিকাটির পরিচয় খুঁজে পাওয়া যায়নি। তবে এতটুকু জানা যায়, বালিকাটি যে জিপসি বা বানজারান সম্প্রদায়ের অন্তর্গত তারা রাজস্থান ও গুজরাটের ফোক গানে অনেক অবদান রেখেছে ও রেখে চলেছে। গানটির রচয়িতার নাম বা রচনাকাল সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি, তবে এটি সিন্ধ অঞ্চলের সুফি লালবাবা শাহবাজ কালান্দার তথা সৈয়দ মুহাম্মদ উসমান মারওয়ান্দির (১১৪৯-১২৭৪) সম্মানে রচিত। যদিও বলা হয়ে থাকে যে, এ কাওয়ালিটি আমির খসরুর মূল প্রার্থনা থেকে নেয়া, যেটি পরবর্তিতে বুল্লেহ শাহ পরিমার্জন করেন এবং তাতে তার পীর লালবাবা শাহবাজ কালান্দারের স্তুতি যোগ করেন। সেই বিখ্যাত গান ‘দমাদম মাস্ত কালান্দার’ এবার গাইলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তরিক মৃধা।


আরো সংবাদ



premium cement
অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন মির্জা ফখরুল আশুলিয়ায় টানা ৩২ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি শ্রমিকরা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি চাঁদাবাজি মামলায় তারেক রহমানসহ ৮ জনের অব্যাহতি ভিজিডির চাউল নিতে এসে ট্রলির ধাক্কায় ২ নারী নিহত মার্কিন দূতাবাসের উদ্দেশে খালেদা জিয়া আইনজীবী সাইফুল হত্যা : আটক ৩০, দুই মামলার প্রস্তুতি সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

সকল