২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবুল হায়াতের সাথে উচ্ছ্বসিত নিঝুম রুবিনা

আবুল হায়াতের সাথে নিঝুম রুবিনা -

একুশে পদপ্রাপ্ত দেশ বরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের সাথে ধারাবাহিক নাটকে কাজ করে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী নিঝুম রুবিনা। আবুল হায়াত জানান, জন্মদিনের পর তিনি বেশ বিরতি নিয়ে আবারো কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘ফ্যামিলি ডিসটেন্স’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিঝুম রুবিনা। আবুল হায়াত এরই মধ্যে গেলো রবি ও সোমবার নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্য দিকে, নিঝুম রুবিনা গেলো তিনদিন টানা শুটিংয়ে অংশ নিয়েছেন। আবুল হায়াত বলেন, ‘এখন তো আসলে নাটকে নিয়মিত কাজ করা হয় না। আবার নাটকে আমাদের মতো সিনিয়র শিল্পীদের কাজ করার সুযোগই কম থাকে। তারপরও কেউ কেউ ভীষণ আগ্রহ নিয়ে আমাদের নাটকের গল্পে চরিত্র সৃষ্টি করে নাটক নির্মাণ করতে চায়। হাসান জাহাঙ্গীরের মধ্যে সেই আগ্রহটা লক্ষ করেছি এবং এই নাটকের গল্প বলা যায় আমার চরিত্রটিকে কেন্দ্র করেই। যে কারণে আসলে অনেক গরমের মধ্যেও কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি। এ নাটকে আমার বড় মেয়ের চরিত্রে অভিনয় করছে নিঝুম রুবিনা। হাসান জাহাঙ্গীর বেশ শ্রম দিয়ে যতœ করে নাটকটি নির্মাণের চেষ্টা করছে। দেখা যাক, নাটকটি প্রচারে এলে হয়তো দর্শকের ভালো লাগবে।’ নিঝুম রুবিনা বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে, আমি আবুল হায়াত স্যারের সাথে নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। তিনি এ দেশের একজন জীবন্ত কিংবদন্তি অভিনেতা। তার সান্নিধ্যে কাজ করতে পেরেছি এটি জীবনের অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে শুটিংয়ে মেয়ের মতোই ¯েœহ করলেন, কীভাবে ক্যামেরার সামনে অভিনয় করতে হবে, সংলাপ বলতে হবে বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। নাটকে আমার চরিত্রের নাম নিঝুম। এবারই প্রথম আমি ধারাবাহিক নাটকে অভিনয় করছি।’
আবুল হায়াত জানান, আগামী ২৫ অক্টোবর আবারো তিনি এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। ধারাবাহিক এ নাটকটি শিগগিরই বৈশাখী টিভিতে প্রচার হবে। তবে নাটকটি কতো পর্বের তা এখনই নিশ্চিত করেননি নির্মাতা হাসান জাহাঙ্গীর। উল্লেøখ্য, নিঝুম রুবিনার মিডিয়াতে অভিষেক একজন মডেল হিসেবে। পরবর্তীতে তিনি বেশ কিছু সিনেমা ও নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘কিস্তির জ্বালা’, ‘অস্তিত্ব’, ‘ভালোবাস ডটকম’ ইত্যাদি।


আরো সংবাদ



premium cement
টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা

সকল