বিটলসের দুর্লভ ছবি প্রকাশ
- বিনোদন প্রতিবেদক
- ২০ অক্টোবর ২০২২, ০০:০৫
কিংবদন্তি ব্যান্ড বিটলস নিয়ে এখনো মানুষের তুমুল আগ্রহ রয়েছে। বিটলসের গান এখনো বাজে সঙ্গীতপ্রেমীদের মোবাইল থেকে সাউন্ড সিস্টেমে। তারা মূলত তাদের লিরিক, স্টাইল ও অন্যান্য কারণে জনপ্রিয়। বিট জেনারেশনের পোশাক ও তাদের দর্শনের কারণেও বিটলসের এ জনপ্রিয়তা। তাদের পুরনো কোনো অ্যালবাম, ছবি ও কার্যক্রম নিয়েও তাই ভক্তদের আগ্রহের অন্ত নেই। এ সময়ে এসে প্রকাশ হলো বিটলসের দুর্লভ ছবি। এ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
এ ছবি বেশ পুরনো। বলা চলে বিটলসের বিটলস হয়ে ওঠার আগের। কেননা, তখনো আনুষ্ঠানিকভাবে বিটলসের কোনো গান মুক্তি পায়নি। ১৯৬১ সালের জুলাইয়ে লিভারপুলের ক্যাভার্ন ক্লাবে ব্যান্ডের সদস্যরা গান পরিবেশন করছেন, এমন একটি দুর্লভ মুহূর্তের ছবি খুঁজে পাওয়া গেছে সম্প্রতি। ছবিতে জন লেনন ও পল ম্যাক-কার্টনিকে মাইক্রোফোনের সামনে দেখা যায়। পাশেই গিটার হাতে জর্জ হ্যারিসন। ব্যান্ডের ড্রামার পিট বেস্টের ছবি অবশ্য সেখানে কিছুটা অস্বচ্ছ।
ঐতিহাসিক ও বিটলস গবেষক মার্ক লিউইশনের দাবি এই সময় জন লেননের বয়স ২০, পল ও পিটের বয়স ১৯ ও জর্জ হ্যারিসনের ১৮। ছবিতে প্রকাশিত সদস্যদের অভিব্যক্তি কিংবা পোশাকের ধরনও বেশ বিচিত্র। ট্রাউজার আর সুতির জামা পরনে। অন্য কোনো ছবিতে এমনটি দেখা যায়নি। লিউইশনের ভাষ্যমতে, এ ছবি তোলার তিন মাস পরই জন ও পল প্যারিস যান এবং ফিরে আসেন সুপরিচিত দ্য বিটলস হেয়ারকাট নিয়ে। কিছুদিন পরে এই ক্যাভার্নেই ব্রায়ান এপস্টেইন তাদের দেখেন। ব্যান্ডের ম্যানেজার হন। তারপর থেকেই পৃথিবী বদলের গল্প শুরু। ১৯৬২ সালে পিট বেস্ট দল থেকে সরে গেলে তার স্থান দখল করেন রিঙ্গো স্টার। স্টারের বয়স বর্তমানে ৮২।
‘লাভ মি ডু’ গানটি মুক্তি পাওয়ার ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘ট্র্যাক লিমিটেড’-এর পক্ষ থেকে দুর্লভ সঙ্গীত স্মরণিকা করা হয়। ৫ অক্টোবর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লিভারপুলের রয়েল আলবার্ট ডকে স্মৃতিচারণ করা হয় বিটলসের। অনুষ্ঠানে হাজির থেকে নিজেদের জীবনে বিটলসের প্রভাবকে স্মরণ করেন বিখ্যাত সব সঙ্গীতকার। ডেফ লেপার্ডের জো এলিয়ট বলেন, লাভ মি ডু ছিল আমার গাওয়া প্রথম গান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা