২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্রিতে ‘মশারি’ দেখার সুযোগ করে দিলেন নুহাশ

-

ওয়েবসাইটে ফ্রিতে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। মূলত তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে এই ব্যবস্থা করেছেন চলচ্চিত্রটির নির্মাতা নুহাশ হুমায়ূন। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ১০টি পুরস্কার পেয়ে সাড়া ফেলেছে ছবিটি। সর্বশেষ নিউইয়র্কের প্রিমিয়ার উডস্টক ফিল্ম ফেস্টিভালে সেরা শর্টফিল্ম পুরস্কার জিতেছে নুহাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এটি মশারির তৃতীয় অস্কার কোয়ালিফায়িং পুরস্কার ও দশম আন্তর্জাতিক পুরস্কার।
গত শনিবার রাতে সম্পূর্ণ ফ্রি প্লাটফর্ম ভিমিওতে মুক্তি পায় মশারি। মুক্তির কিছু সময় পর থেকেই প্রশংসা পেতে থাকে ২২ মিনিট এক সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এ নিয়ে কথা হয় নুহাশের সাথে। নুহাশ বলেন, ‘অনেক ভালো লাগছে মশারি ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেল। এতগুলো পুরস্কার পাব এটি একদমই ভাবিনি। আমি পুরো টিমকে নিয়ে অনেক খুশি ও গর্ব বোধ করছি। আমার কাছে মনে হচ্ছিল মশারি অনেক দিন বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে ছিল। এখন এটি আমার দেশের মানুষ দেখুক। আমরা সম্পূর্ণ ফ্রি প্লাটফর্ম ভিমিওতে মশারি রিলিজ দিয়েছি। কোনো ওটিটি বা প্রেইড প্লাটফর্মে আমরা মশারি রিলিজ দেইনি। কারণ, মশারি সম্পূর্ণ স্বাধীন একটি ফিল্ম। তাই আমাদের ইচ্ছা তরুণদের অনুপ্রাণিত করা স্বাধীনভাবে কাজ করার বিষয়ে। এটি যেন সবাই দেখতে পারে তাই ফ্রিতে রিলিজ দেয়া হয়েছে।’
মশারি থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে নুহাশ বলেন, ‘অবশ্যই ভালো সাড়া পাচ্ছি। অনেকেই এ নিয়ে পজিটিভ কথা বলছেন। তবে সবে তো মশারি মুক্তি পেল, একদিনে মশারি সবাই কীভাবে দেখছেন সেটি বলাটা একটু কঠিন।’
নুহাশ চলতি বছরে ‘পেটকাটা ষ’ নামের একটি ভৌতিক ওয়েব সিরিজ নির্মাণ করেছিল দেশের জনপ্রিয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। চার পর্বের চারটি গল্পে ভূত নিয়ে অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’ দেশ ও দেশের বাইরে সাড়া ফেলেছিল। নুহাশ বলেন, ‘রি একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল। এটি যে এত স্বীকৃতি পাবে সেটি ভাবনাতেও ছিল না। আমরা এক্সপেরিমেন্টালভাবেই এটি দেখাতে যাচ্ছি। আমার মনে হয় এমন অনেক তরুণ নির্মাতা আছেন যারা ভাবেন শর্টফিল্ম বানানো অনেক কঠিন কিংবা দেশের বাইরে ফেস্টিভালে পাঠিয়ে অ্যাওয়ার্ড পাওয়া অনেক কঠিন কিছু। আমি চাচ্ছি এ ভাবনার পথটা খুলে দিতে। আমার মনে হলো এটি ফ্রি দিলে কিছুটা হলেও তরুণ নির্মাতাদের জন্য হেল্প হতে পারে। সামনে যে কাজগুলো আসবে সেটি ভিন্ন গল্প নিয়ে ভিন্ন প্রেক্ষাপটে। তাই একেক কনটেন্ট একেকভাবে রিলিজ পাবে।’
ভৌতিক পরিস্থিতিতে দুই বোনের গল্প দেখানো হয়েছে এতে। মশারিতে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও নাইরা অনোরা সাইফ। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মশারি প্রশংসা পাচ্ছে। নুহাশ বলেন, ‘রি আমাকে অনেক সাহায্য করেছে এজেন্ট ও ম্যানেজারের সাথে সাইন করতে। এর মাধ্যমেই হলিউডে কাজের সুযোগ পেয়েছি। অনেককে চিনতে পারছি। যেমন- আমি সম্প্রতি হুলুর জন্য ‘রেনারস অনলি’ নির্মাণ করলাম। মশারি দেখার পর হুলু থেকে কাজটি আমার কাছে এসেছে। এ কারণে মশারিকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ থেকে প্রথম কনটেন্ট নির্মাণ করেছি যুক্তরাষ্টের জন্য। অনেক ঝুঁকি নিয়ে মশারি বানিয়েছিলাম; কিন্তু এখন ওই ঝুঁকির সুবিধাগুলো আসতে থাকছে।’ দুই বোনের গল্পের সাথে সমাজের নানা বিষয় উঠে এসেছে এতে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মশারি- এর মধ্যে অস্কার কোয়ালিফায়িং চলচ্চিত্র উৎসব ‘হলিশর্টস ফিল্ম ফেস্টিভালে’ শ্রেষ্ঠ হরর বিভাগে পুরস্কার জিতেছে এটি। একই সাথে অস্কার কোয়ালিফায়িং চলচ্চিত্র উৎসব ‘মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে’ সেরা শর্ট ফিকশন বিভাগে পুরস্কার জিতেছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বুচান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুরিস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছে নুহাশের এ শর্টফিল্ম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঘরানার চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয় এ আয়োজনকে। এর আগে ‘অস্কার কোয়ালিফায়িং’ চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভালে’ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জেতে মশারি। এ ছাড়া ‘সাউথ বাই সাউথন্ড ওয়েস্ট চলচ্চিত্র উৎসব’-এ স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অন্যতম শহর অস্টিনে ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভাল’ প্রশংসা কুড়িয়েছে মশারি। গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মশারি কান উৎসবের ফ্যান্টাস্টিক সেভেন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিল।


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

সকল