২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নিউ ইয়র্কে লালন স্মরণের দ্বিতীয় বছর

-

বাউল লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস পালন করা হয়েছে নিউ ইয়র্কে। দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে কুষ্টিয়া ফ্রেন্ড সোসাইটি ইউএসএ। জামাইকার একটি রেস্টুরেন্টে ১৫ অক্টোবর সন্ধ্যায় মেলাল শাহ ও কানিজ দীপ্তির লালন সঙ্গীত পরিবেশন করেন। সাকি তরফদারের সঞ্চালনায় বক্তারা অসাম্প্রদায়িক, মানবতাবাদী লালন সাঁইয়ের চর্চা সহিংস এ পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তব্য রাখেন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা গবেষক ও কণ্ঠশিল্পী মেলাল শাহ বলেন, পৃথিবীব্যাপী ধর্ম, জাতি, বর্ণ যে বিভেদ তা লালন সাঁইজির বাণীর মাধ্যমে সমাধান করা সম্ভব। সাঁইজি সবার ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন। আমরা চেষ্টা করছি সবার মাধ্যে লালনের গান ও দর্শন প্রচার করতে।
কুষ্টিয়া ফ্রেন্ড সোসাইটির সভাপতি শামীম হাসান বলেন, দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজনে সারা নিউ ইয়র্কের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে আমরা আরো বড় আয়োজন করব সবার সহযোগিতা নিয়ে। অতিথির বক্তব্যে সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটন বলেন, সহিংস এ পৃথিবীতে লালনের বাণী খুব গুরুত্বপূর্ণ এ জন্যই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লালন সাঁইজিকে নিয়ে গবেষণা হচ্ছে। নিজেদের পরিবার পরিজনের মধ্যে লালনের বাণী প্রচার করতে হবে প্রথম। লালন শাহ বলে বা লিখে লালনকে কোনো ধর্মীয় গণ্ডিতে রাখা উচিত নয়। লালন সাঁই বলে প্রচার করলে তার যথার্থ সম্মান হয়। অনুষ্ঠানের প্রধান শিল্পী ও সঙ্গীত আয়োজক মেলাল শাহের কণ্ঠে দর্শকরা মধ্যরাত পর্যন্ত নিমগ্ন ছিলেন। অনুষ্ঠানে আরো গান গেয়েছেন কানিজ দীপ্তি। গিটারে ছিলেন বাবু খন্দকার। গিটার বাজিয়েছেন বাবুল আহমেদ, ঢোলে ছিলেন শফিকুল ইসলাম। দোতারায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল