২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শুটিংয়ে ফিরলেন তারিন

-

বাংলাদেশের টিভি নাটকে তার পরবর্তী প্রজন্মের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। তিনি তারিন জাহান। শুধু তার অভিনয়কে ভালোবেসেই তার পরবর্তী প্রজন্মে অনেকেই অভিনয়ে এসেছেন। প্রিয় অভিনেত্রীর তালিকায় তারা রেখেছেন তারিনের নামটি বেশ শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে। তারিনও তার জুনিয়র সহশিল্পীদের ক্ষেত্রে সবসময়ই উদারতার দৃষ্টান্ত রেখে এসেছেন। কোনো নাটকে তার সহশিল্পী হিসেবে জুনিয়র নতুন কোনো শিল্পী থাকলে তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেন। আর বিপরীতে যিনি থাকেন তার জন্য আরো বেশি ভালোলাগার হয়ে উঠে এ কারণেই যে, তিনি অন্তত জানেন যে, শুটিংটা বেশ উপভোগ্য হবে। এরই মধ্যে বেশ কিছু দিন আমেরিকায় অবকাশ যাপনে ছিলেন তারিন জাহান। দেশে ফিরেছেন ২ অক্টোবর। কয়েক দিন বিশ্রাম ও আনুষঙ্গিক অন্যান্য কাজ শেষে আবারো শুটিংয়ে ফিরছেন এই গুণী অভিনেত্রী।
গতকালই তিনি বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘গ্লোবাল’ টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নির্দোষ’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে তিনি অভিনয়ে ফিরেছেন। নাটকটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এটি রচনা করেছেন রশীদ ইকবাল ও শাহজাহান সৌরভ। পরিচালনা করছেন মুহাম্মদ মিফতাহ আনান। এ দিকে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ নামে একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন তারিন। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘সিনেমায় নায়লা নামে একটি চরিত্রে অভিনয় করেছি। এ সিনেমায় প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে এ সিনেমার গল্পটাই নায়ক। কাজ করেও বেশ তৃপ্তি পেয়েছি। আমি সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি।’ ১৯৭১ সেই সব দিন একটি সরকারি অনুদানে নির্মিত সিনেমা।

 


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল