নুহাশের ‘ফরেনারস অনলি’ শুধু প্রবাসীদের জন্য
- বিনোদন প্রতিবেদক
- ১৩ অক্টোবর ২০২২, ০০:০৫
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’য় মুক্তি পেয়েছে নুহাশ হুমায়ূনের ইংরেজি ভাষার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফরেনারস অনলি’। যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম প্রচার হলো বাংলাদেশী কনটেন্ট। মুক্তির পর থেকেই সাড়া ফেলেছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। তবে বাংলাদেশে হুলুর কার্যক্রম না থাকায় দেশ থেকে কনটেন্টটি দেখার সুযোগ নেই। তবে ইউটিউবে আনঅফিশিয়ালি কয়েকটি চ্যানেলে দেখা যাচ্ছে ফরেনারস অনলি।
টোয়েন্টিন্থ ডিজিটালের অ্যান্থলজি সিরিজ ‘বাইট সাইজ হ্যালোইন’-এর তৃতীয় সিজনে দেখানো হয়েছে এটি। এর আগের দুই সিজন বেশ আলোচিত হয়েছিল। হরর, কমেডি, সায়েন্স ফিকশন, থ্রিলার ঘরানার মোট ২২টি কনটেন্ট প্রচার হচ্ছে এবারের সিজনে। নুহাশের ‘ফরেনারস অনলি’র দৈর্ঘ্য ১৫ মিনিট ৩ সেকেন্ড। পরিচালনার পাশাপাশি ‘ফরেনারস অনলি’র চিত্রনাট্যও নুহাশের।
গল্পটা নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘লক্ষ করে দেখবেন গুলশান-বনানী এলাকায় কিছু বাসা রয়েছে, যেগুলো শুধু বিদেশীদের থাকার জন্য ভাড়া দেয়া হয়। এসব বাসায় দেশের লোকদের ভাড়া দেয়া হয় না। এ বিষয় নিয়েই কনটেন্টটি নির্মাণ করেছি। আমি হুলুতে গল্পটা পিচ করার পর তারা এ নিয়ে উৎসাহী ছিল। আর পরদিনই আমি গল্পটি নিয়ে কাজ করার অনুমতি পেয়ে যাই।’
হুলুর বাইট সাইজ হ্যালোইনে নুহাশের আর গল্প আসতে যাচ্ছে কি না এর জবাবে নুহাশ জানান, ‘না, এবার আর গল্প আসছে না। এ সিজনে আমার একটিই গল্প ছিল।’ সামনে আরো আন্তর্জাতিক কাজ আসতে যাচ্ছে কি না- জিজ্ঞেস করলে নুহাশ জানান, ‘কাজ সামনে আসবে, তবে এ নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা