২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোবেলজয়ী আনি এখনোঁর গল্পে যত সিনেমা

-

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি লেখক আনি এখনোঁ। তার লেখায় ফুটে ওঠে লিঙ্গ, ভাষা ও শ্রেণীগত কারণে বৈষম্যের শিকার হওয়া জীবনের গল্প। আনি এখনোঁর বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাস রয়েছে যার অনেকই আত্মজীবনীমূলক। তার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে কয়েকটি সিনেমাও। এমনকি সন্তানের সাথে তিনি যৌথ পরিচালনায় নির্মাণ করেছেন একটি ডকুফিল্মও-
লে আনিস সুপার-৮ (২০২২) : এটি একটি ডকুমেন্টারি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আনি এখনোঁ এবং তার পরিবারের বিভিন্ন সময়ে ধারণ করা ভিডিও নিয়ে তৈরি করা হয়েছে এই ডকুমেন্টারি।
হ্যাপেনিং (২০২১) : ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছে। ১৯৬০ সালে ফ্রান্সের গর্ভপাতবিরোধী আইন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।
সিম্পল প্যাশন (২০২০) : একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে রাশিয়ান কূটনীতিকের সাথে সম্পর্কে জড়িয়ে যান এক সন্তানের মা। এরপর নানা জটিলতা নিয়ে এগিয়ে যেতে থাকে গল্প।
দ্য ইয়ার্স (২০১৮) : আনি এখনোঁর দ্য ইয়ার্স উপন্যাসের কিছু নির্বাচিত অংশ এক নারী কণ্ঠে শোনা যায় এই ছবিতে।
মান উইক-এন্ড উ সেন্টার কমার্শিয়াল (২০১৪) : লিমোজেস শহরের কেন্দ্রে এক শপিং সেন্টার আছে। সেখানে যে শুধু বাণিজ্য হয় তা নয়, বাণিজ্যের জায়গার চেয়েও বেশি কিছু সেই শপিং সেন্টারটি। নানা ধরনের বহু মানুষের সংযোগের কেন্দ্রস্থল সেটি। এটিই ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
দ্য আদার ওয়ান (২০০৮) : অ্যান-ম্যারি অ্যালেক্সকে ছেড়ে চলে যায়। অ্যালেক্স বিবাহিত জীবন চাইলেও অ্যান-ম্যারি চান স্বাধীন জীবন। মতের ভিন্নতা থাকায় যৌথ সিদ্ধান্তেই সম্পর্ক ভেঙে দেন তারা। তাদের প্রায়ই দেখা হয়। এক সময় অ্যান-ম্যারি বুঝতে পারেন অ্যালেক্সের জীবনে নতুন নারী এসেছেন। তখন তার হিংসা হতে থাকে। এরপর হুমকি ও বিপদে ভরা এক ঝামেলার জগতে নিজেকে জড়িয়ে ফেলেন ম্যারি।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সকল