‘প্রবাসী উৎসব’-এ শান্তা জাহান
- বিনোদন প্রতিবেদক
- ১১ অক্টোবর ২০২২, ০০:০৫
চলতি মাসের মাঝামাঝিতে টানা তিন দিন শারজাহতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রবাসী উৎসব’। সংযুক্ত আরব আমিরাতের একটি আমিরাত ‘শারজাহ আমিরাত’। আর ‘শারজাহ আমিরাত’র রাজধানী হলো শারজাহ। সেখানেই এই প্রবাসী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই উৎসবের উপস্থাপক, বাংলাদেশে এই সময়ের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে শান্তা জাহান বলেন,‘ এর আগেও আমি শারজাহতে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। দেশের বাইরে হাজার হাজার মানুষের সামনে একটি অনুষ্ঠানকে নান্দনিক করে তোলার ক্ষেত্রে একজন উপস্থাপিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি যথারীতি এবারো সেই চেষ্টাই করব ইনশাআল্লাহ। প্রবাসী উৎসবে থাকছে বাংলাদেশের ব্যাংক বাজার, রেমিট্যান্সে বিষয়ে আলোচনা, চিত্রাঙ্কন ও পিঠা প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফোক ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। আশা করছি সবার অংশগ্রহণে এবারের প্রবাসী উৎসব আনন্দ মুখরিত হয়ে উঠবে।’ জানা যায় এবারের প্রবাসী উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। শান্তা জানান অনুষ্ঠান শুরুর নির্ধারিত দিনের আগেই তিনি শারজাহতে পৌঁছবেন। এ দিকে আরটিভিতে প্রচার চলতি রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’র উপস্থাপনা করার কথা থাকলেও তিনি সেখান থেকে নিজে থেকেই সরে এসেছেন। একটা সময় উপস্থাপনায় শান্তা জাহানের অনুপ্রেরণা ছিলেন শারমিন লাকী। তবে ফ্লুয়েন্টলি কথা বলার তিনি তিনি ফারজানা ব্রাউনিয়াকে ফলো করতেন। ২০১২ সালে ‘সোনার বাংলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করার মধ্য দিয়ে একজন উপস্থাপিকা হিসেবে তার পথচলা শুরু হয়। এক সময় অভিনয়ও করতেন শান্তা জাহান। এখন আবার অভিনয়টা টানছে তাকে। ভালো স্ক্রিপ্ট এবং তাকে গুরুত্ব দিয়ে গল্প এমন নাটকে কিংবা ওয়েব সিরিজে অভিনয়ের আগ্রহ রয়েছে তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা