২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিনেমা প্রসঙ্গে যা বললেন তানজিন তিশা

সিনেমা প্রসঙ্গে যা বললেন তানজিন তিশা -

দীর্ঘ দিন ধরেই সিনেমাতে অভিনয় করবেন বলে তিনি তার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের নাটকের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নানান সময়ে সিনেমাতে অভিনয়ের খবর প্রকাশ হয় হয় করেও শেষ পর্যন্ত ব্যাটে-বলে সিনেমার গল্প-পরিচালক-প্রযোজকের সাথে সব মিলিয়ে বনিবনা হয়নি বলে তানজিন তিশার সিনেমাতে কাজ করা হয়ে উঠেনি। কিন্তু এবার গুজবটি যেন আরো বেশি চড়াও হয়ে উঠেছে। গত মঙ্গলবার রায়হান রাফি শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেয়ার সাথে সাথেই ‘প্রেমিক’ সিনেমায় তানজিন তিশার নামটি চলে আসে। দেশের কয়েকটি অনলাইন পোর্টাল তানজিন তিশার শাকিব খানের সাথে সিনেমা করা নিয়ে সংবাদও প্রকাশ করে। তবে সেসব সংবাদে শাকিব খান বা তানজিন তিশার কোনো স্টেটম্যান্ট ছিল না।
গত মঙ্গলবার বিকেল থেকে রাত অবধি তানজিন তিশার সিনেমা করা নিয়েও তার ভক্ত দর্শকেরও বেশ কৌতূহল দেখা গেছে। কেউ কেউ তার সিনেমা করাটাকে নিয়ে তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তানজিন তিশার ভাষ্য অন্যরকম। তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে নিজের ফেসবুক পেজে মঙ্গলবার রাতেই একটি স্ট্যাটাস দেন। বিষয়টি পরিষ্কার করে তিনি লিখেন, ‘আমি যদি সিনেমা করি সেটি তো সুখবর। আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়েই করব। আশা করি কেউ গুজব ছড়াবেন না। সবাইকে ধন্যবাদ।’
এদিকে গত ৩০ সেপ্টেম্বর তানজিন তিশার অফিসিয়াল ফ্যানস গ্রুপ ‘তানজিন তিশা’কে নিয়ে এক গেট টুগেদারের আয়োজন করে। যেখানে তানজিন তিশা নিজেও উপস্থিত ছিলেন। সেই দিনটি ছিল তানজিন তিশার কাছে ভীষণ ভালো লাগার একটি দিন। সাম্প্রতিক সময়ে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘রিকশাগার্ল’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য তানজিন তিশা ব্যাপক প্রশংসিত হয়েছেন।
একটি গানের মধ্য দিয়ে মডেল হিসেবে কাজ করে আলোচনায় চলে আসা তানজিন তিশা নাটকে অভিনয় করেই একজন অভিনেত্রী হিসেবে নিজের পেশাগত জীবন বেছে নেন। বাংলাদেশের টিভি নাটকের এই প্রজন্মের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তিনি। তার ভক্তদের প্রচণ্ড আশা যে, তিনি একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করবেন এবং এমন পরিচালকের সিনেমায় অভিনয় করবেন যাতে তাকে, তার মেধাকে সঠিকভাবে কাজে লাগানো যায়।


আরো সংবাদ



premium cement
চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী

সকল