২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশের শিল্পীদের নিয়ে প্রসেনজিতের অনুভূতি প্রকাশ

বাংলাদেশের শিল্পীদের নিয়ে প্রসেনজিতের অনুভূতি প্রকাশ -

গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ সিনেমায় দুই বাংলার দুই নন্দিত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও চঞ্চল চৌধুরী অভিনয় করেছিলেন। সেই থেকে প্রসেনজিতের সাথে চঞ্চল চৌধুরীর চমৎকার সম্পর্ক বিদ্যমান। কিছু দিন আগে চঞ্চল চৌধুরীর উদ্যোগে বাংলাদেশের কয়েকজন শিল্পীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়। প্রসেনজিতের সাথে চঞ্চল চৌধুরীর মাধ্যমে যে সব বাংলাদেশের শিল্পীদের দেখা হয় তারা হলেন- বিজরী বরকত উল্লাহ, ইন্তেখাব দিনার, শাহানাজ খুশী, বৃন্দাবন দাস, চঞ্চল চৌধুরীর স্ত্রী ডাক্তার শান্তা ও তাদের ছেলে শুদ্ধ, পরিচালক সৈয়দ আহমেদ শাওকী ও খুশী-বৃন্দাবনের ছেলে দিব্য-সৌম্য। এরই মধ্যে প্রসেনজিতের সাথে দেখা হওয়ার পর শিল্পীরা ঢাকায় ফিরেছেন। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। ঢাকার শিল্পীরা তাদের ভালোলাগার কথাও প্রকাশ করেছেন ফেসবুকে পোস্টের মধ্য দিয়ে। কিন্তু প্রসেনজিতের পক্ষ থেকে তেমন কোনো সাড়া মিলছিল না। অবশেষে গত ১ অক্টোবর প্রসেনজিৎ চ্যাটার্জি তার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুকে পেজে তার ভালোলাগার কথা ব্যক্ত করে লিখেছেন, ‘বহু দিন পরে চঞ্চলের সাথে দেখা এবং মনে হলো যেন সেই ‘মনের মানুষ’ শুটিংয়ের দিনগুলো ফিরে পেলাম। চঞ্চল তো সত্যিই মনের মানুষ... এবং সেই সাথে সেদিন যেসব গুণীজনের সাথে আড্ডা হলো... প্রত্যেকেই। শুভেচ্ছা রইল সবার জন্য।’ বিজরী বরকত উল্লাহ লিখেছেন, ‘একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ হলাম।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সকল