২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভির কথা-সুরে ইউসুফের গান

-

দীর্ঘ দিন নতুন কোনো মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের মধ্যে হাজির হচ্ছেন না এই প্রজন্মের শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। বলা যায় বেশ খানিকটা বিরতির পর তিনি আগামী ১২ অক্টোবর তার জন্মদিনে নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন। তার এবারের গানের শিরোনাম ‘আমি চাই তোমাকে’। গত বছরের আগস্ট মাসে মূলত এই গানের কথা লিখেন ও সুর করেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গত বছরই ইউসুফের জন্মদিনে এই গানটি প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু নানান কারণে দেরি হয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে গানটির প্রকাশ করা থেকে পিছিয়ে আসেন ইউসুফ। কিন্তু এবারের জন্মদিনে আর দেরি নয়। এরই মধ্যে গানটিতে ভয়েজ দিয়েছেন তিনি। তার নিজস্ব স্টুডিও ‘স্টুডিও আহ্লাদ’-এ তিনি তার প্রিয় এই গানটির ভয়েজ দিয়েছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলেই (ওয়াই বিটস) তার প্রিয় এই গানটি প্রকাশ পাবে। ইউসুফ জানান, তার এই গানটির সঙ্গীত পরিচালনায় আছেন তিনি নিজেই এবং গানটির সঙ্গীতায়োজন করছে সাউন্ডহ্যাকার। এরই মধ্যে গানের ভয়েজ দেয়া হলেও গানের মিউজিক অ্যারেঞ্জম্যান্টের কাজ বাকি আছে এখনো। ইউসুফ জানান, চলতি সপ্তাহেই গানটির মিউজিক ভিডিওর জন্য তিনি টাঙ্গাইলে মধুপুর যাবেন। ইউসুফ আহমেদ খান বলেন, ‘আমি চাই তোমাকে’ গানটি আমার অনেক অনেক প্রিয় গান। গানটির কথা, সুর আমার ভীষণ প্রিয়, গানটি এতটাই প্রিয় যে, আসলে ব্যাখ্যা করে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। গানটি এ বছরের বেশি সময়ে আমি নিজেই নানান কারণে, নানান জায়গায় শত শত বার গেছি। যে কারণে গানটির প্রতি এক অন্যরকম মায়াও তৈরি হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে বিএনপির ১৫ প্রার্থী বিজয়ী চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত

সকল