মমতাজের আয়োজনে ‘মায়ের মেলা’
- বিনোদন প্রতিবেদক
- ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
গত বছরের ৩০ সেপ্টেম্বর এই পৃথিবীর মায়া কাটিয়ে ইন্তেকাল করেন বাংলাদেশের বাউল সম্রাজ্ঞীখ্যাত সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম। একজন মমতাজের আজকের মমতাজ হয়ে উঠার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মা উজালা বেগমের। সেই মাকে হারিয়ে অনেকটাই একা হয়ে পড়েছেন মমতাজ। ‘গরবিনি মা সম্মাননা’প্রাপ্ত উজালা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মমতাজ বেগম মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিদর্শনস্বরূপ ‘মায়ের মেলা’ নামে এক বিশেষ মেলার আয়োজন করতে যাচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মমতাজের নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইরের জয়মণ্ডপের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে এই মায়ের মেলার আয়োজন করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজ নিজেই। মমতাজ বেগম বলেন, ‘দেখতে দেখতে আমার গর্ভধারিণী মা যার কারণে এই পৃথিবীর আলোর মুখ দেখেছি সেই মায়ের চলে যাওয়ার এক বছর হতে চলেছে। একটি মুহূর্তের জন্যও মাকে ভুলে থাকিনি। আর কেমন করেই বা থাকব। কারণ, মা যে আমার প্রতি মুহূর্তে ধ্যানে জ্ঞানে আছেন। আমার বিশ^াস, মা আমাকে সব সময়ই দেখছেন। তিনি দূর থেকে আমাকে দোয়া করছেন প্রতি মুহূর্তে। মায়ের স্মৃতিকে স্মরণ করে আমি তার প্রথম মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ মেলার আয়োজন করেছি, যার নাম রেখেছি মায়ের মেলা। মেলা চলাকালীন দেশ ও বিদেশের অনেক বাউলশিল্পী এতে অংশগ্রহণ করবেন। সেই সাথে তারা বাউল গান, ভাব গান, বিচ্ছেদ গান পরিবেশন করবেন। মেলায় সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সবান্ধব। মেলায় অংশগ্রহণ করে আমার এই আয়োজনকে সফল করে তোলার জন্য বিশেষ আহ্বান রইল।’ মমতাজ কৃতজ্ঞতা স্বীকার করেন ‘বাংলাদেশ ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল’-এর ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তীর কাছে। কারণ তারই উদ্যোগে মমতাজের মাকে ২০১৯ সালে ‘গরবিনি মা’ সম্মাননায় ভূষিত করা হয়। এরই মধ্যে ইউটিউবে মমতাজের কণ্ঠের ‘ঘুর ঘুর পোকা’ গানটি প্রকাশিত হয়েছে। এটি রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমার। গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর সঙ্গীত করেছেন আরাফাত মোহসীন। গানটির জন্য মমতাজ ভীষণ সাড়া পাচ্ছেন বলে জানান। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘মানিকগঞ্জের সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১০০টি স্থায়ী মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা