২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুই নাটকে শিউলী শিলা

দুই নাটকে শিউলী শিলা -

শিউলী শিলা, টিভি নাটকে, সিনেমাতে ও মিউজিক ভিডিওতে অভিনয় করে নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই গড়ে তোলার চেষ্টা করেছেন। অভিনয়ের দুনিয়ায় দীর্ঘ দিনের পথচলায় অভিনয় করে আজো তৃপ্ত নন তিনি। প্রতিনিয়ত তাই ভালো গল্পের নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার স্বপ্ন তার। অভিনয়ের দুনিয়ায় যার হাত ধরে তিনি এসেছিলেন সেই বরেণ্য অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার গল্পে ও পরিচালনায় শিউলী শিলা এবার দু’টি নাটকের কাজ শেষ করেছেন। নাটক দু’টি হচ্ছে- ‘প্রেমিক বাইকওয়ালা’ ও ‘কলগার্ল’। দু’টি নাটকেরই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা। শিলা বলেন, ‘আমি আজকের শিউলী শিলা হতে পেরেছি শ্রদ্ধেয় খালেদা আক্তার কল্পনা আপার জন্যই। তিনিই মূলত মিডিয়াতে কাজ করার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন ও পথ দেখিয়েছেন। তার নির্দেশনায় দু’টি চমৎকার গল্পের নাটকে অভিনয় করেছি। আশা করছি নাটক দু’টি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ মাঝে অভিনয়ে বেশ কিছু দিন বিরতিতে থাকলেও আবারো অভিনয়ে ভীষণ মনোযোগী যেমন হয়ে উঠেছেন ঠিক তেমনি বেশ ব্যস্ত সময়ও পার করছেন তিনি। শিউলী শিলার ভাষ্যমতে, যেহেতু অভিনয়ই তার পেশা, তাই জীবনে আর কোনো কিছু করার চিন্তাও নেই। অভিনয়কেই পেশা হিসেবে নিয়ে, অবলম্বন হিসেবে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে চান তিনি। তাই বলা যায়, অভিনয়ে আরো ভালো করার নেশাই যেন পেয়ে বসেছে তাকে এই সময়ে। এরই মধ্যে তিনি রূপকের নির্দেশনায় ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এতে গল্পের নাম ভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে তিনিই অভিনয় করেছেন। এদিকে একটি মন্ত্রণালয়ের আওতাধীন এরই মধ্যে দু’টি তথ্যচিত্রের কাজ সম্পন্ন করেছেন তিনি। শিলা জানান, মা ও শিশুর পুষ্টিকর খাবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধীদের ভাতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অসহায় ও এতিম শিশুদের জন্য এতিমখানা বিষয়ে দৃষ্টি আকর্ষণসহ আরো বেশ কয়েকটি সমাজ সচেতনতা বিষয়ে তথ্যচিত্রে অভিনয় করছেন তিনি। এগুলো নির্মাণ করছেন সাইফুদ্দিন ও মনিরুজ্জামান।
শিউলী শিলা বলেন, ‘দীর্ঘ দিন অভিনয়ের দুনিয়ায় আমার পদচারণা। পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছি। অভিনয় ছাড়া তো জীবনে আর কিছুই শেখা হয়নি। আগে যখন কাজ করেছি, বুঝেশুনে কাজ করিনি। কিন্তু এখন বুঝেশুনে কাজ করার চেষ্টা করছি। গল্পের প্রতি যেমন মনোযোগ দিচ্ছি, চরিত্রের প্রতিও মনোযোগ দিচ্ছি।’


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায় লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬ ‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’ নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে : অর্থ উপদেষ্টা উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার

সকল