২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘অসম্ভব’-এ স্বপ্নের চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা

‘অসম্ভব’-এ স্বপ্নের চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা -

চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ দিনের পথচলায় অনেক অভিনয়শিল্পী কিংবা নায়ক-নায়িকা তাদের স্বপ্নের চরিত্রে অভিনয় করতে পারেন না। অভিনয় করতে করতে জীবনের শেষ পর্যায়ে এসেও এই অতৃপ্তি থেকে যায়। কিন্তু নন্দিত অভিনেত্রী সোহানা সাবার ক্ষেত্রে যেন ব্যতিক্রমই ঘটেছে। সরকারি অনুদানে অরুণা বিশ্বাসের প্রযোজনায় নির্মিত হয়েছে যাত্রা শিল্পকে আবর্তিত গল্পের সিনেমা ‘অসম্ভব’। এ সিনেমাতেই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। এরই মধ্যে সিনেমার যাবতীয় কাজ শেষ করেছেন তিনি। গতকাল তিনি রাজবাড়ীতে ছিলেন। সেখান থেকেই মোবাইলে ‘অসম্ভব’ সিনেমা নিয়ে কথা হলো। সোহানা সাবা বলেন, “শ্রদ্ধেয় অরুণা দিদিও পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’-এ আমি অভিনয় করেছি- এ আমার পরম ভালোলাগা। আমরা যারা নিয়মিত অভিনয় করি, তাদের কিছু স্বপ্নের চরিত্র থাকে। এ সিনেমায় আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি, বলা যায় এটি আমার স্বপ্নের একটি চরিত্র। যে কারণে কাজটি করার সময় চরিত্রটি আমি দারুণ উপভোগ করেছি। আর এ সিনেমায় অরুণা দিদির মাকেও পেয়েছি। তার সাথে এর আগেও আমি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। সিনেমাতেও তার সাথে কাজ করার সুযোগ হলো, এটিও ভীষণ ভালো লাগার। আর দিদি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আয়োজনের দিক দিয়ে কোনো ঘাটতি রাখেননি। আমরা যখন কবরস্থানে শুটিংয়ে গিয়েছিলাম, আমাদের সবারই মনে হয়েছিল যে, এটি সত্যিকারের কবরস্থান। কিন্তু এটিরও সেট নির্মাণ করা হয়েছিল। যে কারণে সব মিলিয়ে আমার কাছে মনে হলো যে, ‘অসম্ভব’ একটি পরিপূর্ণ সিনেমা হয়েছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে।” এ দিকে এরই মধ্যে সোহানা সাবা শেষ করেছেন আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এ সিনেমায় অভিনয় করার সবচেয়ে বড় কারণ ছিল সাবার, এটি আফজাল হোসেনের সিনেমা।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সকল