২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিউটি সার্কাস জীবনের জন্য এক অন্যতম জার্নি : জয়া

বিউটি সার্কাস জীবনের জন্য এক অন্যতম জার্নি : জয়া -

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, কলকাতায় নিজের ব্যস্ততার মধ্য থেকে প্রায় তিন দিনের ছুটি নিয়ে গত বুধবার ঢাকায় এসেছিলেন। তার একমাত্র কারণ ছিল তারই অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রচারণায় অংশগ্রহণ। ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে এই সিনেমার প্রচারণায় অংশ নেন এবং জয়া আহসান জানান, আজ সারাদিন সিনেমার হলে হলে গিয়ে তিনি দর্শকের সাথে বসে সিনেমাটি উপভোগ করবেন। বলা যায়, বেশ কিছু দিন বিরতির পর ঢাকার সিনেমা হলে জয়া আহসান তার নিজের অভিনীত সিনেমা হলে দর্শকের সাথে বসে উপভোগ করবেন। বিষয়টি নিয়ে জয়া আহসান নিজেও বেশ উচ্ছ্বসিত। মাহমুদ দিদার পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘পৈতৃক সূত্র ধরেই সার্কাসকে ধরে রাখার আন্তরিক প্রয়াস থাকে বিউটির। আবার সমাজের কিছু মানুষ আছে তা ধ্বংস করার পাঁয়তারা চালায়। তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে বিউটি। সার্কাসকে টিকে থাকার লড়াইয়ে বিউটি বদ্ধপরিকর থাকে। কারণ এটি তার পারিবারিক ঐতিহ্য। আবার বিউটি নিজেই দলের প্রধান ও অন্যতম শিল্পী। সব মিলিয়ে তাকে ঘিরেই গল্প। এ সিনেমায় অভিনয়ের জন্য আমাকে যারা সার্কাস করে থাকেন তাদের সাথে সময় কাটাতে হয়েছে। খুব কাছে থেকে তাদের জীবনকে দেখতে হয়েছে আমাকে। সার্কাসদের মানুষদের কাছে থেকে দেখা ও বিউটি সার্কাসে অভিনয় করা আমার অভিনয় জীবনের জন্য এক অন্যতম জার্নি।


আরো সংবাদ



premium cement