২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবারো মঞ্চে শংকর সাওজালের ‘নির্বাসন দণ্ড’

আবারো মঞ্চে শংকর সাওজালের ‘নির্বাসন দণ্ড’ -

শংকর সাওজাল একাধারে একজন অভিনেতা, নাট্যরচয়িতা, নাট্যনির্দেশক ও ফটোগ্রাফার। ভীষণ প্রচারবিমুখ এই গুণীজনের মধ্যে সেই ছোটবেলাতেই অসাম্প্রদায়িক চর্চার চেতনা জাগ্রত হয় তার স্কুল শিক্ষক মমিন উদ্দিন মাস্টার ও ক্যানভাসার (পরে শংকর জানতে পারেন তিনি ছিলেন মূলত একজন কমিউনিস্ট) হাকিম শিকদারের কাছ থেকেই। শংকর সাওজালের স্কুলজীবন কেটেছে পিরোজপুরেই। পরবর্তী সময় চারুকলাতে ভর্তি হলেও কিছু দিন পর তা ছেড়ে দিয়েছেন। একসময় উদীচীর সাথে নিজেকে সম্পৃক্ত করেন। কিন্তু নাটক মঞ্চায়ন নিয়ে তাদের সাথে মতবিরোধ হয় বলে সেখান থেকে বের হয়ে তার স্ত্রী রুমানা রহমানসহ জামি-রুমি, জহির, পুতু, আলমসহ আরো বেশ কয়েকজনকে নিয়ে ‘কারক নাট্যসম্প্রদায়’ নামে নাটকের দল গড়ে তোলেন। এরশাদবিরোধী আন্দোলনে তার দলই প্রথম পথনাটক প্রদর্শন করে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘মহারাজার অনুপ্রবেশ’, ‘টিয়া পাখির সমাচার’, ‘আমরা তোমাদের ভুলব না’, ‘সার্কাস সার্কাস’, নূর হোসেনকে নিয়ে ‘জাগে লক্ষ নূর হোসেন’ এবং এই দলের একমাত্র মঞ্চস্থ নাটক ছিল শংকর সাওজালেরই রচিত ও নির্দেশিত ‘নির্বাসন দণ্ড’। নাটকটি সেই সময়ে ভীষণ সাড়া ফেলেছিল। এখন পর্যন্ত এ নাটকটি ৪০ বার মঞ্চস্থ হয়েছে। এ নাটকে অভিনয়ও করেন তিনি। শংকর সাওজাল জানান, করোনার আগেই আবারো এই নাটক মঞ্চায়নের ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে মাঝপথে এসে থেমে যায়। শংকর সাওজাল জানান, আবারো দ্রুতই নাটকটি মঞ্চে আনা হচ্ছে। সেই প্রস্তুতিই নেয়া হচ্ছে। টিভি নাটকে শংকর সাওজালকে প্রথম দেখা যায় হুমায়ূন আহমেদের দুই পর্বের নাটক ‘কুসুম’-এ।


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায় লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬ ‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’ নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে : অর্থ উপদেষ্টা উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার

সকল