একই মঞ্চে প্রথমবার একসাথে সম্মাননায় ভূষিত
- বিনোদন প্রতিবেদক
- ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের সঙ্গীতাঙ্গনে অবদানের কথা বিবেচনা করে সাধারণত খুবচ কমই পুরস্কৃত বা সম্মানিত করা হয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে কিছুটা হলেও ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে ‘স্টার অ্যাওয়ার্ড ২০২২’। গেল বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের একটি মিলনায়তনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়। এ অনুষ্ঠানেই এ প্রজন্মের সেরা সঙ্গীতশিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হন তিন ক্লোজ আপ তারকা সঙ্গীতশিল্পী রন্টি দাস, সাব্বির জামান, অপু আমান ও সেরা কণ্ঠের ইউসুফ আহমেদ খান। অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে তারা এ প্রজন্মের সেরা সঙ্গীতশিল্পী হিসেবে সম্মাননা গ্রহণ করেন। রাজধানীতে এমন অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে থাকে যেখানে সঙ্গীতশিল্পীদের সম্মাননা দেয়ার পর গান গাওয়ার জন্য অনুরোধ করা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে দর্শকের অনুরোধে দুই লাইন গান গাওয়ার জন্য। কিন্তু এ অনুষ্ঠানে রন্টি, সাব্বির, অপু ও ইউসুফকে সম্মাননা দেয়া হলেও গান গাওয়ার জন্য অনুরোধ করা হয়নি। বিষয়টি শিল্পীদের বিশেষভাবে ভালো লেগেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা