২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নভেম্বরের অপেক্ষায় শিরীন শিলা

নভেম্বরের অপেক্ষায় শিরীন শিলা -

আগামী ১৮ নভেম্বর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত নতুন কোনো সিনেমা। মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন শিরীন শিলা। শিরীন শিলা জানান, এবারই প্রথম তিনি কোনো সিনেমাতে একেবারেই ভিন্ন ঘরানার একটি চরিত্রে অভিনয় করেছেন। যাতে অভিনয় করাটা তার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। শিরীন শিলা বলেন, ‘গত দু’বছরে আমি যে কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি তার মধ্যে নদীর জলে শাপলা সিনেমাতে অভিনয় করাটা আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জিং। কারণ গ্রামীণ পটভূমিতে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে আমার এবারই প্রথম কাজ করা। এ জন্য শুরুতেই ধন্যবাদ জানাই সিনেমার পরিচালক মেহেদী হাসানকে। তিনি আমাকে এই চরিত্রটিতে কাজ করার জন্য নির্বাচিত করেছিলেন বলেই আমি চ্যালেঞ্জটি গ্রহণ করতে পেরেছিলাম। আমি নিজেকে এই চরিত্রে অভিনয়ের জন্য ভাঙার চেষ্টা করেছি। এই সিনেমাতে আমার বিপরীতে আছেন অনেক গুণী অভিনেতা মিলন ভাই। তার সাথে স্ক্রিন শেয়ার করাটাও ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা। তিনিও আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। সব মিলিয়ে নদীর জলে শাপলা ভাসে নিয়ে আমি ভীষণ আশাবাদী। সত্যি বলতে কী, নিজেকে একেবারেই ডিফরেন্ট একটি লুকে দেখার অপেক্ষায় আমি নিজেও। দর্শকের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল, সিনেমাটি মুক্তি পেলে তারা যেন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেন।’ এ দিকে শিরীন শিলা অভিনীত আরো মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে- মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ , সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ বীরাঙ্গনা-৭১’ ও চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪.৩-এর রাত’।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৮৮৮ এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’ ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায়

সকল